মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী: শাহজাহান চৌধুরী
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলে কোনো ভেদাভেদ নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—আমরা সবাই প্রথমে বাংলাদেশী। ধর্ম, বর্ণ ও গোত্রে ভিন্নতা থাকলেও আমাদের শরীরের রক্ত সবার লাল। তাই আমরা সকল নাগরিকের অধিকার সমুন্নত রেখে বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।”সোমবার দুপুরে সাতকানিয়ার নলুয়া মরফলা বাজার এলাকার কালিবাড়ি মন্দির মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নলুয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত সনাতনী ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফয়েজ, ঢেমশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ প্রশান্ত কুমার ভৌমিক, উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি সুনিল জলদাশ, ডা. মিলন কান্তি গুপ্ত ও সাবেক ইউপি সদস্য নির্মল কান্তি ঘোষ।এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতকানিয়া শাখার সহ-সভাপতি দিদারুল ইসলাম, ইউনিয়ন সহ-সেক্রেটারি জালাল উদ্দিন, উপজেলা শ্রমিক নেতা মঞ্জুরুল আলম, ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক ওমর ফারুক, মোহাম্মদ সৈয়দ, জসিম উদ্দিন ও সাদেক হোসাইন প্রমুখ।ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে জেলে সম্প্রদায়ের ক্ষতিগ্রস্ত কয়েকজনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।ভোরের আকাশ/জাআ
২৫ আগস্ট ২০২৫ ০৬:৩৩ পিএম
সাতক্ষীরায় ঔষধ আইন ও এন্টিবায়োটিকের অপব্যবহারবিষয়ক মতবিনিময়
সাতক্ষীরায় ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ ও এন্টিবায়োটিকের অপব্যবহার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২১ আগস্ট ) সকাল ১০টায় বিসিডিএস ভবন হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিসিডিএসের সভাপতি আলহাজ মো. দ্বীন আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন খুলনা বিভাগীয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক সুকর্ণ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন। উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিসিডিএস সমিতির সিনিয়র সহ সভাপতি শেখ আমিনুল ইসলাম।সহ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। জেলা কমিটি সদস্য মো. রুস্তম আলী, শেখ রফিকুর রহমান মিন্টু, মো. মনিরুল ইসলাম,মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো, জালাল উদ্দীন সহ জেলা কমিটির অন্যান্য সদস্যগণ।এছাড়া আরও উপস্থিত ছিলেন সকল উপজেলা থেকে আসা উপজেলা কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সভাপতি ও সদস্যগণ। কর্মকর্তারা বলেন, নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, ফিজিশিয়ান স্যাম্পল, সরকারি ঔষধ সহ সব ধরনের অবৈধ ঔষধ ক্রয় বিক্রয় বন্ধ করা সহ ঔষধের মূল্য নিয়ে যাহাতে জনসাধারণ বিব্রত না হয় বা বিভ্রান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান।ভোরের আকাশ/মো.আ.
২১ আগস্ট ২০২৫ ০২:৪৯ পিএম
সিলেটে বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতির মতবিনিময় সভা
সিলেট ও সুনামগঞ্জের আদালতগুলোর বিচারক, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শনিবার (১৬ আগস্ট) বিকেলে সিলেট সার্কিট হাউসে এ মতবিনিময় সভা হয়।বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতির রোডম্যাপ স্কিমকে অংশীজনদের মধ্যে ছড়িয়ে দেওয়াসহ নানান বিষয়ে আলোচনার জন্য এ আয়োজন করা হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।সভায় সিলেট ও সুনামগঞ্জ জেলা-দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, শ্রম আদালতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাসহ ট্রাইব্যুনালের বিচারকরা অংশ নেন।উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা থেকে গত ১৩ আগস্ট এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়। সিলেটের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিচার বিভাগ সংস্কারের লক্ষ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন সংক্রান্ত রোড-শো কার্যক্রমের দ্বিতীয় পর্ব শুরু হলো।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধায় জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে শহরের সুখশান্তির বাজার এলাকায় অবলম্বন কার্যালয়ের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় মানবাধিকার সংগঠন অবলম্বন ও গাইবান্ধা জেলা মানবাধিকার ফোরাম এই মতবিনিময় সভার আয়োজন করে।এতে সভাপতিত্ব করেন পরিবেশ আন্দোলন- গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান। আলোচনা করেন মানবাধিকার সংগঠন অবলম্বন-এর নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, ডাব্লিউডিপি’র নির্বাহী প্রধান ফরিদ আহমেদ, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের সদর থানা আহবায়ক গোলাম রব্বানী মুসা, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি কায়সার রহমান রোমেল, নারী নেত্রী সেলিনা আক্তার সোমা, জিআরডিএফর নির্বাহী পরিচালক আসাদুল ইসলাম, পল্লী অগ্রগতি সংস্থার লিপি খাতুন, উন্নয়ন সহযোগী সংস্থা বোনারপাড়ার শারমিন সুলতানা, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, হরিজন ঐক্য পরিষদের নেতা সোহাগ বাবু প্রমুখ।আলোচকরা বলেন, গাইবান্ধা জেলার প্রান্তিক জনগোষ্ঠী দীর্ঘদিন ধরেই সামাজিক, অর্থনৈতিক ও আইনি বঞ্চনার শিকার।ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারের ক্ষেত্রে তারা এখনও বৈষম্যের মুখোমুখি।জেলার মানবাধিকার পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে গাইবান্ধা জেলার বিভিন্ন সেক্টরের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন প্রকাশিত সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার মানবাধিকার পর্যালোচনা করে রিপোর্ট প্রকাশিত করা হবে।সভায় মানবাধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী ন্যায্য অধিকার আদায় এবং তাদের জীবনমান উন্নয়নে এ ধরনের সভা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ভোরের আকাশ/জাআ
১৪ আগস্ট ২০২৫ ০৭:৩২ পিএম
পিরোজপুরে মাল্টা সংগ্রহ ও বিপণন বিষয়ে মতবিনিময় সভা
পিরোজপুর জেলার বিভিন্ন বাগান স্থান হতে মাল্টা সংগ্রহ, পরিবহন ও বিপণন এবং মাল্টা সংগ্রহের তারিখ নির্ধারণের চার্ট ক্যালেন্ডার প্রণয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ, প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এছাড়াও জেলা ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, ফল বিক্রেতা, জেলার মাল্টা চাষি, খামারি ও বাগান মালিকগণ উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, পিরোজপুর মাল্টা চাষের জন্য সুপরিচিত হলেও সঠিক সময়ে ফল সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের অভাবে চাষিরা প্রায়ই ক্ষতির সম্মুখীন হন। খামারিরা মূলত ১৫ সেপ্টেম্বর থেকে ফল সংগ্রহ শুরু করতে চাইলেও কৃষকদের অনুরোধে তারা ১ সেপ্টেম্বর থেকে ফল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরই মধ্যে অন্যান্য জেলা থেকে মাল্টা বাজারে আসায় স্থানীয় মাল্টা চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। এতে অনেক চাষি মাল্টা চাষে নিরুৎসাহিত হচ্ছেন, যা জেলার জন্য শুভকর নয়।জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সভাপতির বক্তব্যে বলেন, পিরোজপুরের মাল্টা এখন সারাদেশে সমাদৃত। আমরা চাই, এই সম্ভাবনাময় ফল চাষ টেকসইভাবে এগিয়ে যাক। এজন্য সংগ্রহ ও বাজারজাতকরণের সুনির্দিষ্ট সময়সূচি মেনে চলা জরুরি। যেনো কৃষকরা ন্যায্য মূল্য পান এবং বাজারে পিরোজপুরের মাল্টার স্বকীয়তা অটুট থাকে। জেলা প্রশাসন কৃষকদের স্বার্থ সংরক্ষণে সব ধরনের সহযোগিতা করবে।ভোরের আকাশ/জাআ
১২ আগস্ট ২০২৫ ০৫:৪২ পিএম
ইন্দুরকানীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মুক্তিযোদ্ধা দলের মতবিনিময় সভা
পিরোজপুরের ইন্দুরকানীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা দলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা আব্দুল মান্নান হাওলাদার।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহম্মেদ।এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোশারফ হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ হাং ও গৌরাঙ্গ হালদার প্রমুখ।এসময়ে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলার মুক্তিযোদ্ধারা ছাড়াও বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা।ভোরের আকাশ/জাআ
২৯ জুলাই ২০২৫ ০৮:১২ পিএম
ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সাথে প্রধান কার্যালয়ের নির্বাহী, জোন ও শাখাপ্রধানদের মতবিনিময় সভা বৃহস্পতিবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মাহবুব আলম, মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, কে.এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম এবং মোঃ মাকসুদুর রহমানসহ প্রধান কার্যালয়ের উইং ও ডিভিশন প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, ১৬টি জোনের জোনপ্রধান, ৪০০টি শাখার ব্যবস্থাপকগণ এবং ২৭১টি উপশাখার ইনচার্জগণ অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. এম জুবায়দুর রহমান বলেন, ইসলামী ব্যাংকের সুনাম পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমানত সংগ্রহ, নতুন সম্পদ বৃদ্ধি, ওভারডিউ বিনিয়োগ রিকোভারির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে।তিনি বলেন, অল্প সময়ে অনেক বেশি কাজ করতে হবে। তিনি ব্যাংকের চলমান জরুরি বিষয়গুলোকে চিহ্নিত করে সমাধান করার লক্ষ্যে সকলকে নিরলস পরিশ্রম করার জন্য নির্দেশনা দেন।ভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ০৮:০৮ পিএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বরিশাল বিভাগের পুলিশ ইউনিটের মতবিনিময় সভা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ নাসিমুল গনি মহোদয়ের উপস্থিতিতে বরিশাল বিভাগে অনুষ্ঠিত হলো এক বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠান।শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।ছবি : ভোরের আকাশআয়োজক বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এর পক্ষ থেকে অতিথিকে সাদর অভ্যর্থনা ও সংবর্ধনা জানান আরআরএফ বরিশালের সুযোগ্য কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুস সালাম রিমন মহোদয়। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।ছবি : ভোরের আকাশবরিশাল বিভাগের মহানগর ও জেলা পর্যায়ের সকল পুলিশ ইউনিটের প্রতিনিধি, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বিশেষ কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সিনিয়র সচিব মহোদয়।ছবি : ভোরের আকাশতিনি দেশের বর্তমান প্রেক্ষাপটে পুলিশের দায়িত্ব ও ভূমিকা, শৃঙ্খলা, পেশাদারিত্ব, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ, আত্মশুদ্ধি, দায়িত্ব-কর্তব্য পালনের নীতিমালা ও এড়িয়ে চলার বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা করেন। সভায় ভাষা আন্দোলন ১৯৫২, মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পরে পুলিশ লাইন্স মাঠে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মাননীয় সিনিয়র সচিব জনাব মোঃ নাসিমুল গনি।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম। সভায় বরিশাল বিভাগের সকল ইউনিট প্রধান, উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২৬ জুলাই ২০২৫ ০২:৫০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদের পরিবারের সঙ্গে মতবিনিময় করলেন নাহিদ ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তার কাছে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িযার শহীদ পরিবারের সদস্যরা।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সারজিস।শাহবার আসুলিয়া এলাকায় নিহত হওয়া তানজিন মাহমুদ সৃজনের বাবা মো. শফিকুল ইসলাম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।২১ তারিখ যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয় সাজবদুর রহমান ওমর। তিনি ২৪ তারিখ ঢাকা মেডিকেলে মারা যায়।ওমরের বাবা শাহজাহান মিয়া বলেন, আমার ছেলে রক্তের দাগ এখনো শুকায়নি। ছেলের মৃত্যুর শোক এখনো পর্যন্ত তিলে তিলে খেয়ে যাচ্ছে। নাহিদ বলেছেন আমাদের পাশে থাকবেন। ভোরের আকাশ/এসএইচ
২৪ জুলাই ২০২৫ ০২:২৪ পিএম
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই: উপ-প্রেস সচিব
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই।শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঢাকার হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। চারজনকে গ্রেপ্তার করেছে এবং এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।তিনি বলেন, কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে।তিনি আরও বলেন, অতীতের পতিত সরকার আমলের নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার।উপ-প্রেস সচিব বলেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যত মামলা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে, হ্যাকিং ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য করা হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা, জেলা প্রশাসক আফিয়া আক্তার।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০৩:৫৪ পিএম
পায়রা বন্দর থেকে দুই হাজার ৭৯ কোটি টাকা রাজস্ব আয়
পায়রা বন্দরের উন্নয়ন অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় পায়রা বন্দরের ১নং জেটির প্রশাসনিক হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। বন্দরের প্রথম জেটি ও জাহাজ হ্যান্ডলিং- এর প্রারম্ভিক সুযোগ সুবিধাদি নির্মাণ কাজ শেষ পর্যায় রয়েছে। অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইতোমধ্যে পায়রা বন্দর ৫২৯ টি বৈদেশিক জাহাজ ও ৩৪২৬ টি দেশীয় লাইটারেজ নিরাপদে হ্যান্ডেল করতে সক্ষম হয়েছে। এ থেকে সরকার ২০৭৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। এখন দ্রুত ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ছয়লেন সড়কের কাজ সরকার শুরু করবে বলে তিনি জানান। বন্দর চেয়ারম্যান বলেন, বন্দর পূর্ণাঙ্গভাবে সচল হওয়ার পরে বন্দর ও বন্দর নির্ভর যে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে যা দক্ষিণাঞ্চলের তুলনামূলক অনগ্রহসর জনপদ কে সমৃদ্ধ করা তথা দেশের অর্থনীতিতে অভূতপূর্ব অবদান রাখবে। পায়রা বন্দরকে কেন্দ্র করে ইতোমধ্যে এখানে শিল্পক্ষেত্রে বড় বিনিয়োগ হয়েছে, আরও বহু বিনিয়োগ অপেক্ষমাণ রয়েছে। এই বৃহত্তর স্বার্থে বন্দরের অগ্রযাত্রায় তিনি সকলের সহায়তা করার আহ্বান জানান। উল্লেখ্য, ২০১৬ সালে বহির্নোঙরে পণ্যবাহী জাহাজ আসার মধ্য দিয়ে অপারেশনাল কার্যক্রম শুরু হয়। এছাড়া ফার্স্ট টার্মিনাল থেকে নির্মাণাধীন ছয় কিলোমিটারে ৩৫ মিটার দীর্ঘ ছয় লেন সড়ক ও এক দশমিক দুই কিলোমিটার দীর্ঘ সিক্সলেন সেতুর নির্মাণ কাজ আগামী মার্চ মাসে সম্পন্ন হবে। এটি চালু হলে টার্মিনাল থেকে সরাসরি সড়ক পথে পণ্য পরিবহনে কোন প্রতিবন্ধকতা থাকবে না।স্বাগত বক্তব্য রাখেন পায়রা বন্দরের সদস্য ( হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন জামাল উদ্দিন চৌধুরী। পায়রা বন্দরের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও অর্থনৈতিক ভূমিকা নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, পায়রা বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর মোহাম্মদ আব্দুল কাদের। অন্যান্যের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন পরিচালক মামুনুর রশীদ, মোংলা, পায়রা, পানগাও এবং ল্যান্ড পোর্ট পরিচালক সুমন হাওলাদার, বিজিএমইএর কো-চেয়ারম্যান মিজানুর রহমান, পটুয়াখালী চেম্বার অব কমার্স সভাপতি কামাল হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো হুমায়ুন কবির, কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল মুকিম তালুকদার, পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ।উল্লেখ্য ২০২৬ সালের পহেলা জুলাই থেকে পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনাল পূর্ণাঙ্গভাবে, পুরোদমে চালু হবে । পূর্ণাঙ্গভাবে চালুর জন্য প্রথম টার্মিনাল এজন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা রয়েছে । পায়রা বন্দর থেকে এ পর্যন্ত সরকারের আয় হয়েছে দুই হাজার ৭৯ কোটি টাকা।ভোরের আকাশ/আজাসা