নুরের ওপর হামলার প্রতিবাদে ইন্দুরকানীতে মশাল মিছিল
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর পুলিশ ও সেনাবাহিনী কর্তৃক হামলার প্রতিবাদে পিরোজপুরের ইন্দুরকানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের উপজেলা শাখা। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন দলের কার্যালয় থেকে মিছিলটি শুরু করে প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে আল মাদানি মসজিদের সামনে গিয়ে শেষ হয়। গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি মো: আলাউদ্দিন হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: রুবেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের জেলা সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ। বক্তারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ৪৮ ঘন্টার আল্টিমেটামের এখনো ২৪ ঘন্টা বাকি আছে, এর মধ্যে অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং নুরের সু চিকিৎসা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এসব দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারীদেন তারা।ভোরের আকাশ/জাআ
০১ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৫ পিএম
নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল
ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা নাগরিক কমিটি, পিরোজপুর গণধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।পথসভায় বক্তব্য রাখেন জেলা গণধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান।বক্তারা বলেন, “ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর এই হামলা অন্যায় ও অমানবিক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।”সমাবেশে পিরোজপুর জেলা গণধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ//হ.র
৩০ আগস্ট ২০২৫ ০১:৪৬ পিএম
কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে কৃষকদলের মশাল মিছিল
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুরে মশাল মিছিল করেছে জেলা কৃষক দলের নেতৃবৃন্দ। আজ শনিবার (২৩ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখার আয়োজনে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কার্যালয় এসে শেষ হয়।মশাল মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন জামাস বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান তুহিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।এসময় মিছিলের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা কৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাইদ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ।এ সময় নেতৃবৃন্দ বলেন, কৃষকদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কৃষকদলসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে।ভোরের আকাশ/হ.র
২৩ আগস্ট ২০২৫ ০১:৫৬ পিএম
সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরগুনার পাথরঘাটায় মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদল। সোমবার (২৬শে মে) সন্ধ্যার পর উকিল পট্টি এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাথরঘাটা গোলচত্ত্বরে এসে শেষ হয়।নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং স্যার এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তিনি ছিলেন একজন মেধাবী ছাত্র ও ছাত্রদলের সক্রিয় কর্মী।মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি অবিলম্বে বিচারপ্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।মিছিল শেষে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি কে এম হাসিবুল্লাহ প্রতিবাদী বক্তব্যে বলেন, সাম্য হত্যাকাণ্ড কোন সাধারন ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যা। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই-দ্রুত বিচার প্রক্রিয়া শুরু না হলে পাথরঘাটা ছাত্রদল রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেতিনি আরও বলেন, সাম্য ছিল আমাদের গর্ব। কারণ তিনি ২৪ এর গণঅভ্যুত্থানের একজন যোদ্ধা। আমরা তার হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। আমাদের আন্দোলন চলমান থাকবে। ভোরের আকাশ/এসএইচ