অবরোধে ঢাকার সঙ্গে বিচ্ছিন্ন ২১ জেলা
ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার ঘটনায় ভাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই অবরোধ কর্মসূচিতে দুই ইউনিয়নবাসীর সঙ্গে ভাঙ্গা উপজেলার পার্শ্ববর্তী ইউনিয়নও যোগ দিয়েছে।জানা গেছে, স্থানীয় বিল্লাল মাতুব্বর আলগী ইউনিয়নের নেতৃত্ব দিচ্ছেন। তিনি সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রী মো. ইসমাইল হোসেন জানান, সকাল সাড়ে ৯টা থেকে সড়ক অবরোধের কারণে সড়কে অবস্থান করছি। কখন অবরোধ তুলে নেওয়া হবে, তা এখনো জানতে পারিনি।প্রচণ্ড সমস্যায় রয়েছি। ঢাকায় জরুরি কাজ থাকায় রওনা হয়েছিলাম।ফরিদপুর থেকে ভাঙ্গায় চাকরির উদ্দেশে আসা মো. মাওলা জানান, ভাঙ্গায় আসার পথে আমাদের ভাঙ্গা থেকে ৫ কিলোমিটার দূরে পুকুরিয়া স্ট্যান্ডে নামিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে হেঁটে ভাঙ্গায় এসেছি।ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে খুলনাগামী ফাল্গুনী পরিবহনের যাত্রী চঞ্চল মাহমুদ জানান, অসুস্থ দাদিকে দেখতে বাগেরহাটে গ্রামের বাড়ি যাচ্ছি। সকাল থেকে ভাঙ্গায় অবস্থান করছি। কখন গাড়ি ছাড়বে কেউ বলতে পারছে না।স্থানীয় সূত্র জানায়, সকাল সোয়া ৮টায় ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, সকাল সাড়ে ৮টায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ৪০ মিনিটে ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনগণ। এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে এবং মহাসড়কে অবস্থান করে তাদের দাবি জানায়।সরেজমিন দেখা যায়, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, নোয়াপাড়া, মাধবপুর ও হামিরদী, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড় এবং কৈডুবি রেলগেটে বিক্ষোভকারীরা অবস্থান নিয়েছে। এ সময় রাস্তায় শত শত যানবাহন আটকা পড়েছে। গত শুক্রবার একই দাবিতে ভাঙ্গায় সড়ক অবরোধ করেছিল স্থানীয় জনগণ।আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মম সিদ্দিক মিয়া জানান, সড়কে বিক্ষোভ চলাকালে তার প্রতিবেশী আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামের বাসিন্দা এবং ভাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী হাবিবুর রহমান হবি মোল্লা প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে মারা গেছেন।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান জানান, ভাঙ্গার সঙ্গে সড়ক যোগাযোগ বর্তমানে বন্ধ রয়েছে। ভাঙ্গার দুটি ইউনিয়ন কেটে পাশের আসনে নিয়ে যাওয়ার প্রতিবাদে স্থানীয় জনগণ রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে। সকাল সোয়া ৮টায় ঢাকা-খুলনা মহাসড়ক, সকাল সাড়ে ৮টায় ফরিদপুর-বরিশাল মহাসড়ক এবং ৯টা ৪০ মিনিট থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, বর্তমানে ভাঙ্গা থেকে সব সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা সড়কে অবস্থান করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।ভোরের আকাশ/তা.কা