গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ০১:০০ পিএম
ছবি: সংগৃহীত
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোওয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আশপাশে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোগড়া এলাকায় অবস্থিত রোয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা গত জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরুদ্ধ ছিল। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, গত এক মাসের বকেয়া বেতনসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। কিছু সময় তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভোরের আকাশ/এসএইচ