সাতকানিয়ায় দুই মাদক কারবারি গ্রেফতার
চট্টগ্রামের সাতকানিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের খুনি বটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মো. হাসান, পিতা- ইউসুফ মাজী, সাং- এশাদনগর, ৪৮নং ওয়ার্ড, থানা- টঙ্গী, জেলা- গাজীপুর। আব্দুল কুদ্দুস ফাহাদ, পিতা- আনোয়ারুল ইসলাম, সাং- দায়মপুর, ৮নং ওয়ার্ড, পোঃ এনায়েতপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ও এসআই বেলাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।ভোরের আকাশ/মো.আ.