গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ০২:৪০ পিএম
ছবি : ভোরের আকাশ
রাজধানী ঢাকায় মিডফোর্ডে যুবদলের নেতা কর্তৃক পাথর মেরে ব্যবসায়ীকে বর্বরোচিত হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, ঢাকার মিডফোর্টে ব্যবসায়ী সোহাগকে যুবদল কর্তৃক নৃশংস হামলাকারী সন্ত্রাসীদের বিচার, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিসহ চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলাকারী সন্ত্রাসীদের বিচারের দাবী জানান। বিচার হীনতার সংস্কৃতি তৈরি করছে খুন -ধর্ষকদের। সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতিই দায়ী। রাস্ট্রেই খুনি ও ধর্ষক তৈরি করছে।
বক্তাগণ আরো বলেন, সন্ত্রাস দখল দারিত্বের রাজনীতি বন্ধ করে আদর্শবাদী সুষ্ঠু ধারার রাজনীতিকে শক্তিশালি করার আহবান জানান।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজ শাখার আহবায়ক কলি রানী বর্মন, জেলা সংগঠক কামরুল হাসান বসুনিয়া, কলেজ শাখার সদস্য সচিব জয়নুল ইসলাম, মোখলেছুর রহমান, কল্লোল বর্মন প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ