নাটোরের নলডাঙ্গায় পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলাম (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উত্তরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানিয়েছেন, নিহত মনিরুল ইসলাম মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি উপজেলার ভট্টপাড়া পূর্বপাড়ার আবু বকর সিদ্দিক প্রামানিকের ছেলে।মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. উজ্জ্বল হোসেন একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মনিরুল ইসলামের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় সান্তাহার জিআরপি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।ভোরের আকাশ/মো.আ.
০১ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৬ পিএম
কথা রাখেনি প্রেমিকা, অভিমানে যা করলেন প্রেমিক
প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে যশোরে এক যুবক গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।রোববার (২৪ আগস্ট) রাতে ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা সলুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।আত্মহত্যার চেষ্টাকারী যুবক হাবিবুর রহমান (২০) চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান মন্টুর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, পাশাপোল গ্রামের জ্যোতি নামের এক তরুণীর সঙ্গে হাবিবুরের প্রেমের সম্পর্ক ছিল। তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু জ্যোতির পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। একপর্যায়ে জ্যোতিও পরিবারের পক্ষ নেয়, যা তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। এ নিয়ে হাবিবুর ও জ্যোতির মধ্যে বেশ কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল।এরই জের ধরে রোববার রাত সাড়ে ৭টার দিকে হাবিবুর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডা. বিচিত্র মল্লিক জানান, হাবিবুর রহমান নামে এক যুবক গলায় ছুরি চালিয়েছে। তাকে সেবা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২৫ আগস্ট ২০২৫ ০৪:০০ পিএম
চুরি মামলার হাজিরার টাকা জোগাতে ফের চুরি
সিরাজগঞ্জের তাড়াশে চুরির মামলায় হাজিরা দেওয়ার টাকা জোগাতে আবারও চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয় এক কিশোর।সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিনোদপুর গ্রামের সানোয়ার হোসেন বাড়িতে এ ঘটনা ঘটে।আটককৃত নয়ন ইসলাম (১৮) উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।স্থানীয়রা জানায়, সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করে চোর। ইতোমধ্যে সানোয়ার হোসেন বাড়িতে এসে দেখে বাড়ির বাইরের গেটের তালা খোলা, ভেতরে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয় জনতা ছুটে আসে। পরে নয়ন ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। পেছন থেকে ধাওয়া দিয়ে আটক করে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ এসে চোর নয়ন ইসলামকে আটক করে নিয়ে যায়।আটক নয়ন ইসলাম দাবি করেন, আদালতে চুরির মামলার হাজিরা আছে। সেই হাজিরার টাকা জোগাড় করতেই সে আবারও চুরি করতে এসেছিল।ভুক্তভোগী সানোয়ার হোসেন বলেন, আমার বাড়িতে চুরির চেষ্টা করছিল ওই ছেলে। তাকে আটক করে পুলিশে দিয়েছি। তবে তাকে কোনো নির্যাতন বা মারপিট করা হয়নি।এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের খবর দেওয়া হয়েছে। ওনারা এসে মামলা দিলে আটক চোরকে আদালতে পাঠানো হবে।ভোরের আকাশ/মো.আ.
২৫ আগস্ট ২০২৫ ০৩:৫০ পিএম
কুড়িগ্রামে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে মিলন (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (২৪ আগস্ট) দিনগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে। জানা গেছে, নিহত যুবক মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদার সাথে শাশুড়ির বনিবনা নেই। যার কারণে প্রায় প্রতিদিনই ঝগড়া লেগেই থাকে পরিবারে। এ নিয়ে রোববার রাতে নিহত যুবক মিলনকে শাসন করে পরিবারের লোকজন। ওই রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। ঘটনার সময় নিহতের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন।ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, ঘটনাস্থলে সার্কেল স্যার পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
২৫ আগস্ট ২০২৫ ০৩:২৪ পিএম
সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবক নিহত
সৌদি আরবের রিয়াদে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরগঞ্জের কটিয়াদীর যুবকের মৃত্যু হয়েছে। এ খবর পাওয়ার পর থেকে পরিবারে শোকের মাতম চলছে।শনিবার (২৩ আগস্ট) বিকালে সৌদির রিয়াদ শহরের মিনিট্রি বলোদিয়া সুফিয়া এলাকায় এ ঘটনা ঘটছে।নিহত সেলিম (৩০) উপজেলার মসূয়া ইউনিয়নের কাজিরচর প্রেমারচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। দুই ভাইয়ের মধ্যে সোলিম বড় ৷নিহতের ঘনিষ্ঠ বন্ধু ও পারিবারিক সূত্রে জানা যায়, ৮ বছর ধরে সৌদি আরবে ইলেকট্রেশিয়ানের কাজ করতেন সেলিম৷ শনিবার সৌদি সময় দুপুরে রিয়াদের সুফিয়া এলাকায় একটি খামারে প্রয়োজনীয় কাজে পানির একটি মর্টারের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়। পরে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে৷এদিকে ছেলের আকস্মিক মৃত্যুর সংবাদ শুনার পর থেকে মা সুফিয়া ও পিতা সিরাজ ছেলের শোকে বাকরুদ্ধ হয়ে আছে৷ তাদের শোকে আশপাশের এলাকার মানুষ শোকাহত৷মা সুফিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, ইচ্ছে ছিল এবার ছেলে বাড়িতে এলে ধুমধামে বিয়ে করাবেন৷ কিন্তু তাদের সেই স্বপ্নের মৃত্যু হয়েছে৷ এখন দ্রুত ছেলের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি তাদের৷ভোরের আকাশ/মো.আ.
২৫ আগস্ট ২০২৫ ১২:৩২ পিএম
কক্সবাজারে মার্কিন নারীর শ্লীলতাহানি, যুবকের ৭ বছরের কারাদণ্ড
কক্সবাজারে মার্কিন নারী নাগরিককে শ্লীলতাহানির ঘটনায় তারিকুল ইসলাম নামের এক যুবককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমানের আদালতে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ তাওহীদুল আনোয়ার।সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল একজন মার্কিন নাগরিক। স্বামীর চাকুরি সূত্রে তিনি কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করেন।মামলার নথির বরাতে আইনজীবী তাওহীদুল আনোয়ার বলেন, মঙ্গলবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক রায় ঘোষণা করেন। এতে আসামীর বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।রাষ্ট্রপক্ষের এই আইনজীবী জানান, গত ১০ মার্চ সকালে মার্কিন নারী নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেল অপর এক নারী সঙ্গীকে নিয়ে প্রতিদিনের ন্যায় প্রাতঃভ্রমনে বের হন। শহরের সার্কিট হাউজ এলাকায় পৌঁছলে তারিকুল ইসলাম নামের এক যুবক তাকে জাপটে ধরে শ্লীলতাহানি সংঘটিত করেন। পরে এই ঘটনায় ওইদিন ভূক্তভোগী নারী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।তাওহীদুল আনোয়ার আরও বলেন, মামলা দায়ের হওয়ার দুইদিন পর গত ১২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ১৮ মার্চ আদালত চার্জ গঠন করেন। এরই ধারাবাহিকতায় গত ২১ মার্চ থেকে আদালত বিচারকাজ শুরু করেন এবং ১৯ শে আগষ্ট রায় ঘোষণা করেন।ভোরের আকাশ/এসএইচ
১৯ আগস্ট ২০২৫ ১০:১৫ পিএম
শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত যুবক(২৫) আত্মহত্যা করেছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে গাড়ারণ গ্রামের ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।স্থানীয়রা জানান, আজ সকাল থেকে ওই যুবক গাড়ারণ গ্রামে রেলসড়কের পাশে ঘুরাফেরা করছিল। ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি আসলে ওই যুবক ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়ে। এতে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়।প্রত্যক্ষদর্শী আল আমীন জানান, আমি সাতখামাইর যাচ্ছিলাম। দূর থেকে ওই যুবক রেল সড়কের পাশে দাড়িয়ে ছিল। ট্রেন আসতে দেখে সে রেললাইনের কাছে চলে যায়। তখন মনে হলো সে হয়তো ট্রেনের নিচে ঝাঁপ দিতে পারে। এরই মধ্যে ট্রেনটি খুব কাছে চলে আসে। তখন ওই যুবক ট্রেনের সামনে ঝাঁপ দেয়। পরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।রেলওয়ে প্রকৌশল বিভাগের ভারপ্রাপ্ত কিম্যান মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে যুবকের মরদেহ দেখতে পাই। পরে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।শ্রীপুরের কর্তব্যর স্টেশন মাস্টার শামিম উদ্দিন জানান, ট্রেনের নিচে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়েছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ ব্যবস্থা নিবে।ভোরের আকাশ/এসএইচ
১৮ আগস্ট ২০২৫ ০৮:২৭ পিএম
নলছিটিতে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের একদিন পর ইমরান সিকদার ( ৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।সোমবার( ১৮ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয়রা উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে। ইমরান সিকদার কুশঙ্গল ইউনিয়নের মানপাশা গ্রামের ইউনুচ সিকদারের ছেলে। পরিবার ও স্থানীয়রা জানিয়েছে, ইমরান সিকদার গত রোববার সকালে (১৭ আগস্ট) নিজ বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি। তিনি কয়েক বছর ধরে মানুষিক সমস্যায় ভুগছিলেন।নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভোরের আকাশ/মো.আ.
১৮ আগস্ট ২০২৫ ০১:০৫ পিএম
শ্রীপুরে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে মাওনা চৌরাস্তায় উড়াল সড়কের নিচে এ ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরিও। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, জুয়েল নামের ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে গল্প ছড়া'র চা ঘর নামক অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েক জন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে নিহত ও গ্রেপ্তারকৃতদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাকিব ছুরি নিয়ে জুয়েলকে মারতে আসে। এসময় তাদের মধ্যে হলে ধস্তাধস্তির সময় রাকিবের কাছে থাকা ছুরি জুয়েলের বুকে বিদ্ধ হয় এবং রবিনের হাত কেটে যায়।পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ দুজনকে আটক করে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।তিনি আরও জানান, নিহত ও গ্রেপ্তারকৃতরা সবাই ভাসমান। তারা মাওনা চৌরাস্তার আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধের সাথে জড়িত।ভোরের আকাশ/মো.আ.
০৯ আগস্ট ২০২৫ ১১:২৫ এএম
ভূয়া মেজর ও ডিজিএফআই সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক আটক
পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে আটক করা হয়।আটককৃত মো. সোহেল (২৭) পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদার ছেলে।থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক সোহেল গত ৫ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদার এর মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিবাহ করেন। সে সেনাবাহিনী লোগো লাগানো একটি মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর আবার কখনও ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে বেড়াতো, চলাফেরা করতো। এছাড়া প্রতারক ওই যুবক একই পরিচয়ে মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় একটি বিবাহ করেন।প্রতারক সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দা কে চাকুরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকুরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু প্রতারক সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। তাছাড়া আরো ৬ থেকে ৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর এলাকায় গুঞ্জন ওঠে ওই যুবক সেনা কর্মকর্তার পরিচয়টি ভূয়া। ওই পরিচয়ে সে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী দাস বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে প্রতারক যুবক সোহেলকে আটক করে। এ ঘটনায় ভূক্তভোগী হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়েছে। সে বাংলাদেশ সেনাবাহিনী অথবা ডিজিএফআই এর কোন সদস্য নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।এ ঘটনায় ভূক্তভোগী গৃহবধূ মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আসামীকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।ভোরের আকাশ/জাআ
৩১ জুলাই ২০২৫ ০৫:৪৫ পিএম
ঝিনাইদহে আলমসাধু-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা লালচান নামে আরেক আরোহী আহত হয়েছে।বুধবার (২৩ জুলাই) সকালে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম জানান, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুতগতিতে কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, শ্যালো ইঞ্জিন চালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।ভোরের আকাশ/এসএইচ