বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অভ্যন্তরীণ কাঠামোয় বড় ধরনের একটি বহুল আলোচিত পরিবর্তন এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা ও গুঞ্জনের সৃষ্টি করেছে। কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে নানা ধরণের সমালোচনা ও কৌতূহল থাকলেও, অবশেষে তা বাস্তবে রূপ নিয়েছে এবং বিসিবির এই পরিবর্তন ভাবে কার্যকর হয়েছে।বিসিবির গুরুত্বপূর্ণ এই রদবদল অঙ্গভুক্ত করেছে দুই অভিজ্ঞ ক্রিকেট ব্যক্তিত্বকে। দীর্ঘদিন ধরেই ক্রিকেট পরিচালনা বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাবেক ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তা শাহরিয়ার নাফিসকে এবার সরিয়ে দেওয়া হয়েছে তার দায়িত্ব থেকে। তার নতুন দায়িত্ব স্থানান্তর করা হয়েছে বিসিবির উচ্চ কর্মক্ষমতা ইউনিটে (হাই পারফরম্যান্স ইউনিট), যেখানে তিনি দেশের ক্রিকেটের গৌরবময় ভবিষ্যত গড়ার মহৎ দায়িত্বে অবতীর্ণ হবেন।অপরদিকে, বর্তমানে উচ্চ কর্মক্ষমতা ইউনিটের দায়িত্বে থাকা জামাল বাবুকে এনে তাকে ক্রিকেট পরিচালনা বিভাগের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এইভাবে তিনি শাহরিয়ার নাফিসের স্থান গ্রহণ করেছেন, যেন বিভাগটি আরও গতিশীল এবং দক্ষভাবে পরিচালিত হতে পারে।এই পরিবর্তনের পেছনে বিসিবির নীতি এবং দলের উন্নয়নের লক্ষ্য স্পষ্ট। শাহরিয়ার নাফিস ২০২১ সালে সব ধরনের পেশাদার ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর থেকে বিসিবিতে প্রশাসনিক ভূমিকায় যুক্ত ছিলেন। তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজারের দায়িত্ব শুরু থেকেই পালন করে আসছেন এবং প্রায় চার বছর এই বিভাগে তাঁর অবদান ছিল বিশেষ গুরত্বপূর্ণ। তথাপি, এই পরিবর্তনের মাধ্যমে বোর্ড নতুন দিকনির্দেশনা এবং সামগ্রিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।এবার নতুন দায়িত্বে উঠে এই দুই প্রাক্তন ক্রিকেটার কীভাবে বিসিবির ভেতরে অঞ্চলগত ও জাতীয় ক্রিকেটের উন্নয়নে ভূমিকা রাখবেন তা ধৈর্যের সঙ্গে পর্যবেক্ষণ করার বিষয়। বিসিবির অভ্যন্তরীণ কাঠামোতে এই রদবদলটির ফলে আশা করা যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট আরও সুসংগঠিত ও সুষ্ঠুভাবে এগিয়ে যাবে।এই পরিবর্তন বিসিবির ভবিষ্যত পরিকল্পনারই অংশ, যেখানে দক্ষ ক্রিকেট প্রশাসন এবং খেলোয়াড়দের উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও পদ্ধতির সংযোজন নিশ্চিত করা হবে। তাই ক্রিকেট অঙ্গনে এই রদবদলকে ইতিবাচকভাবে নেওয়া হচ্ছে যা বাংলাদেশের খেলাধূলাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।ভোরের আকাশ/তা.কা