দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতির কাজ চলমান রয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।শনিবার (২৩ আগস্ট) রাজশাহীতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, এবার ভোট কেন্দ্র দখল করে নির্বাচনে জেতার সুযোগ নাই। দখলের চেষ্টা করলেই কেন্দ্রের ভোট বাতিল করা হবে বলে সাফ জানিয়ে দেন তিনি।নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে সিইসি জানান, নির্বাচনের জন্য পুরোদমে কাজ চলছে। যেকোনো কেন্দ্র দখলের চেষ্টা হলে ওই কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল করা হবে।সিইসি আরও জানান, আগামী সপ্তাহেই নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। পাশাপাশি, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার ঠেকাতে আগামী সেপ্টেম্বর থেকে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করবে নির্বাচন কমিশন।ভোরের আকাশ/এসএইচ
২৩ আগস্ট ২০২৫ ১২:৩৩ পিএম
অবৈধ নির্মাণ ও দখলের বিরুদ্ধে আরডিএ’র অভিযান
অবৈধ দখল, নকশা বহির্ভূত ভবন নির্মাণ ও ভিন্ন উদ্দেশ্যে প্লটের ব্যবহারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।বৃহস্পতিবার এ অভিযান পরিচালিত হয়। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের পদ্মা আবাসিক এলাকায় প্লটের লিজ দলিলের শর্ত ভংগ করে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনাকারী ৯(নয়)টি প্লটের লিজ গ্রহীতাদের নির্ধারিত সময়ের মধ্যে স্কুল, মাদ্রাসা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।পদ্মা আবাসিক এলাকায় নির্মাণাধীন দু’টি ভবন পরিদর্শনকালে কোন ধরণের ব্যত্যয় না করে অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণের জন্য ভবন মালিককে অথরাইজড অফিসার মোঃ আব্দুল্লাহ আল তারিক নির্দেশ প্রদান করেন এবং জানান যে, নির্মাণে কোন ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশের রাস্তায় অবৈধভাবে দখল করে চলাচলের পথ অবরুদ্ধ করে ব্যবসা পরিচালনাকারী হোটেল মালিক ও বাস কাউন্টারের টিকিট বিক্রিতাদেরকে উচ্ছেদ করে গোধুলী মার্কেটের ফুটপাত ও মার্কেটের অভ্যন্তরে প্রবেশ পথ দখল মুক্ত করা হয়।উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মশিউর রহমান।এ সময় আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার মোঃ আব্দুল্লাহ আল তারিক, এস্টেট অফিসার মোঃ বদরুজ্জামান, জুনিয়র এস্টেট অফিসার মোঃ নাহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এই অভিযান সম্পর্কে এস্টেট অফিসার জানান যে, জনদূর্ভোগ কমাতে আমাদের সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আইনের প্রতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সুন্দর নগরী গড়তে জনস্বার্থে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের এই অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
২১ আগস্ট ২০২৫ ০৬:০৫ পিএম
বিপিজেএ রাজশাহী শাখার ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’র আলোচনা
বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার আয়োজনে আলোচনার সভার আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১২টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি শরিফুল ইসলাম তোতা’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামাদ খান’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাবেক সভাপতি জাবীদ অপু ও আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সদস্য ও ইনকিলাবের ফটো সাংবাদিক ফরিদ আখতার পরাগ, দৈনিক সানশাইনের ব্যবস্থাপনা সম্পাদক নুরুল হক, দৈনিক সোনালী সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক মাইনুল হাসান জনি, সংগঠনের সাবেক সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম (দুখু), সংগঠনের সাবেক সহ-সভাপতি শাহিন খান, কোষাধক্ষ্য মিলন শেখ, সদস্য আজম খান।এ সময় বক্তারা বলেন, ফটোগ্রাফি একটি ছবি শুধু নয়। একটি ছবি হাজারও কথা বলে।দক্ষতার সাথে আকর্ষণীয়ভাবে ছবি তোলার উপায়ই হলো ফটোগ্রাফি। সাধারণভাবে ছবি তোলা আর ফটোগ্রাফি কিন্তু এক বিষয় নয়। ছবি সবাই তুলতে পারে কিন্তু ফটোগ্রাফি সবাই করতে পারে না।ফটোগ্রাফির ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হয় এবং বিভিন্ন টেকনিক অনুসরণ করতে হয়। যা একটি ছবিকে ন্যাচারাল লুক দেয় এবং আকর্ষণীয় করে তোলে। প্রাকৃতিক, আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের বিষয় নিয়েই ফটোগ্রাফি করা যায়। ফটোগ্রাফি শেখার জন্য অধিক অনুশীলন, দক্ষতা অর্জন, বিভিন্ন টেকনিক অনুসরণ করা, ভিন্ন ভিন্ন পরিবেশে ছবি তোলা বিষয়ে দক্ষতা অর্জন করতে হয়।আজকাল ফটোগ্রাফি শুধু সখই নয়, অনেকে এটাকে পেশা হিসেবেও ব্যবহার করেন। বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফি করে হাজার হাজার টাকা আয় করা যায়। কিন্তু ফটো সাংবাদিকদের ফটোগ্রাফি করা খুব সহজ বিষয় নয়।প্রতিটি ছবির জন্য ফটো সাংবাদিকদের অনেক পরিশ্রমের করে সংগ্রহ করতে হয়। এছাড়াও ছবি সংগ্রহ করতে গিয়ে অনেক ফটো সাংবাদিককে জীবন দিতে হয়েছে।বক্তার আরোও বলেন, ঘরের ভিতরে ফটোগ্রাফি দিবস পালন করলে হবে না। সাধারণ মানুষের মাঝে ফটোগ্রাফি দিবস কী তা সকলকে জানতে হবে। তাই আগমীতে আরো বড় পরিসরে ফটোগ্রাফি দিবস পালন করার আহ্বান জানান তারা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কাবিল হোসেন, মো. মুক্তার হোসেন, মো: সোহরাব হোসেন প্রমুখ।ভোরের আকাশ/জাআ
১৯ আগস্ট ২০২৫ ০৬:৩২ পিএম
রাজশাহীতে বিপুল অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী
রাজশাহী নগরীর একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেনাবাহিনীর একটি দল আজ শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছে।ঘটনাস্থল নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টরস ইংলিশ নামের প্রতিষ্ঠানটি। এটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।সেনাসূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভালবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকি-টকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।ভোরের আকাশ/মো.আ.
১৬ আগস্ট ২০২৫ ১১:২২ এএম
‘চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন।’
রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের বামুনশিখড় এলাকায় একই পরিবারের চারজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে । এতে লেখা ছিল- ‘চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’শুক্রবার (১৫ আগস্ট) সকালে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করতেন। তাদের মরদেহ দুটি ঘরে পাশাপাশি পড়ে ছিল। আর মিনারুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল, ‘আমি নিজ হাতে সবাইকে মারলাম। এই কারণে যে, আমি যদি মরে যাই, তাহলে আমার ছেলে-মেয়ে কার আশায় বেঁচে থাকবে। কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই পাবে না। আমরা মরে গেলাম ঋণের বোঝা নিয়ে আর খাওয়ার অভাবে। তাই আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম, সেই ভালো। কারো কাছে কিছুই চাইতে হবে না। আমার জন্য কাউকে কারো কাছে ছোট হতে হবে না। আমার জন্য আমার বাবা অনেক লোকের কাছে ছোট হয়েছে। আর হতে হবে না। চিরদিনের জন্য চলে গেলাম। আমি চাই সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।’রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু সুফিয়ান বলেন, মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে সেটা নিহত মিনারুলের লেখা। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ভোরের আকাশ/মো.আ.
১৫ আগস্ট ২০২৫ ১২:২৩ পিএম
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছে।নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী সাধিনা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেত।আবদুল মালেক নামে একজন বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।ভোরের আকাশ/মো.আ.
১৫ আগস্ট ২০২৫ ১০:১২ এএম
নির্বাচন কর্মকর্তাকে ‘দেখে নেওয়ার’ হুমকি, থানায় জিডি
নওগাঁর মান্দা উপজেলায় এক নির্বাচন কর্মকর্তাকে তার কার্যালয়ে ঢুকে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুয়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় সেবা প্রত্যাশী এক নারী এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাঈফ আহমেদ নাসিম মান্দা থানায় করা জিডিতে জানান, দুপুর ৩টার দিকে এক নারী তার কক্ষে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং এনআইডি সংশোধনের আবেদন বাতিল হওয়ার জন্য তাকেই দায়ী করেন। একপর্যায়ে ওই নারী হুমকি দিয়ে বলেন, ‘আপনার চাকরি খেয়ে ফেলব, এই উপজেলা থেকে তাড়িয়ে দেব।’অফিস সহকারী থেকে জানা যায়, ওই নারীর নাম আমেনা খাতুন (এনআইডি নম্বর ৪১৬৩০১১০৫১), পিতা-জমিল প্রামাণিক, স্বামী-আব্দুল জব্বার, ঠিকানা- গ্রাম পানিয়াল, ইউনিয়ন তেতুলিয়া, উপজেলা মান্দা, জেলা নওগাঁ।মান্দা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাঈফ আহমেদ নাসিম জানান, আমেনা খাতুন ইতোমধ্যে তিনবার বয়স ও পিতার নাম সংশোধনের জন্য আবেদন করেছেন। এর আগের দুটি আবেদন যথাযথ তথ্যপ্রমাণ না থাকায় বাতিল হয়। সর্বশেষ আবেদনের তদন্তভার তার ওপর পড়লে তিনি নিয়ম অনুযায়ী তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠান। কিন্তু সেটিও অনুমোদিত হয়নি।জিডিতে আরও উল্লেখ করা হয়, আবেদনকারী আমেনা খাতুন ৫ম শ্রেণি পাশ হলেও ৮ম শ্রেণি পাশের ভুয়া সনদ দিয়ে পানিয়াল আদর্শ কলেজে আয়া পদে চাকরি নিয়েছেন। এনআইডিতে বয়স কমিয়ে বর্তমান বয়সের সঙ্গে সামঞ্জস্য করতে বারবার আবেদন করে যাচ্ছেন। তদন্তে দেখা যায়, এভাবে বয়স কমালে তার সন্তানদের তুলনায় মা ছোট হয়ে যান, যা আইন ও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা বিষয়টি মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি, জেলা নির্বাচন কর্মকর্তা এবং রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে অবহিত করেছেন। পাশাপাশি ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি থেকে বাঁচতে মান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, “ এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”ভোরের আকাশ/মো.আ.
১২ আগস্ট ২০২৫ ০২:৪৯ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাউল শিল্পী ‘গামছা ডালিমের’ মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাউল শিল্পী গামছা ডালিমের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের সময় বৈদ্যুতিক শক্ সার্কিটে তার মৃত্যু হয়।তার পুরো নাম তরিকুল ইসলাম ডালিম। সংগীতাঙ্গনে তাকে সবাই চেনে গামছা বাউল ডালিম নামে। রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের হরিপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ডালিম।আরটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘বাংলার গায়েন সিজন-২’ তে ইয়েস কার্ড পেয়ে আলোচনায় এসেছিলেন এই শিল্পী। ডালিম গান চর্চার পাশাপাশি জীবন-জীবিকার তাগিদে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপ মেরামতের কাজ করতেন। সেখানে তিনি মাস্টারলে কাজ করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে শ্রীপুর গ্রামের বিলে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফার মেরামতের কাজ করছিলেন তিনি। এসময় বৈদ্যুতিক শক্ সার্কিটের কারণে মারাত্মকভাবে আহত হয় ডালিম। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা সেখান থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।নিহতে চাচা সাইদুর রহমান জানান, ডালিম বরেন্দ্র অফিসের একজন ইলেকট্রিশিয়ান। গভীর নলকূপ ডিপ টিউবওয়েলে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। খবর পেয়ে সে সমস্য সমাধানের জন্য সেখানে যান। এরপর সেই ডিপের ছাদের উপরে লোহার মই দিয়ে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে যায় সেই মইটি। এসময় সে ছিটকে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডালিমের স্ত্রী ও ছোট দুইটি মেয়ে সন্তান রয়েছে।এ বিষয়ে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ‘ডালিম নামের এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’প্রতিবেশি রঞ্জু বলেন, ‘নিহত ডালিম, বাউল গামছা ডালিম নামে পরিচিত। সে ছোট বেলা থেকেই গান-বাজনা নিয়ে থাকতেন। দেশে অনেক গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি। বেসরকারি বেশ কয়েকটি টিভি চ্যানেলেও গান করেছেন তিনি। আরটিভি রিলেটি শো বাংলার গায়েন প্রতিযোগিতায় সে ৩০তম স্থান অধিকার করেছিলেন। ডালিম গানের পাশাপাশি গত ১০ বছর থেকে দুর্গাপুর বরেন্দ্র বহুমূখী উন্নয়ন অফিসের মাস্টারোলে সহকারী ইলেকট্রিশিয়ানে চাকরি করে আসছেন। সে মানুষের কাছে একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে বেশি পরিচিত ছিলেন।’এদিকে এমন ঘটনায় শিল্পী সমাজ ও উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।ভোরের আকাশ/মো.আ.
০৮ আগস্ট ২০২৫ ১০:৫৮ এএম
রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির
বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহত পাইলটের স্বজন ও প্রতিবেশীরা। জানাজায় অংশগ্রহণ করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. আবু সুফিয়ান, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডলসহ প্রশাসনের কর্মকর্তারা এবং নানা রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা।প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর। ভোরের আকাশ/এসএইচ
২২ জুলাই ২০২৫ ০৭:৩০ পিএম
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই: উপ-প্রেস সচিব
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই।শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ঢাকার হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে। চারজনকে গ্রেপ্তার করেছে এবং এ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।তিনি বলেন, কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন। সেখানে তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে।তিনি আরও বলেন, অতীতের পতিত সরকার আমলের নির্বাচনগুলো ছিল প্রশ্নবিদ্ধ। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার।উপ-প্রেস সচিব বলেন, বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে যত মামলা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। সাইবার নিরাপত্তা আইনে, হ্যাকিং ছাড়া সবগুলো ধারা জামিনযোগ্য করা হয়েছে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা, জেলা প্রশাসক আফিয়া আক্তার।ভোরের আকাশ/এসএইচ
১২ জুলাই ২০২৫ ০৩:৫৪ পিএম
পুঠিয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত
রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী ট্রাকের চাপায় আলফাজ উদ্দিন (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে। শুক্রবার (২৭ জুন) ভোর ৫টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কালিতলা ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা সদরে কালিতলা নামকস্থানে ভোর বেলায় আলফাজ উদ্দিন মসজিদে নামাজ শেষে রাস্তার পার্শ্ব দিয়ে হাঁটা হাটি করছিলেন। এ সময় নাটোরের দিক থেকে রাজশাহী গামী একটি দ্রুতগামী ট্রাক চাপাদিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিস খবর পেয়ে তাকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আলফাজ উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকশা খোরাল গ্রামের মৃত আফসার আলীর ছেলে।এ ব্যাপারে শিবপুরে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক জানান, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া আলফাজের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ইউডি মামলা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ