সোনারগাঁয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৩
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় বৃহস্পতিবার রাতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় আষাঢ়িয়ারচর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুর রউফ ও তার ছোট ভাই বিএনপি নেতা আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে মেঘনা গ্রুপ ও আল মোস্তফা কোম্পানির বালুভরাট, রাস্তা সংস্কার এবং জুট ব্যবসার দখল নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার রাতে সংঘর্ষ হয়। এ সময় হামলা চালিয়ে চারটি বাড়ীতে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালায় দুই গ্রুপের লোকজন।আষাঢ়িয়ারচর এলাকার বাসিন্দরা জানান, আধিপত্য বিস্তার,বালু ভরাট, জুট ব্যবসার ভাগ বাটোয়ারা ও একটি কোম্পানির কাজের দখল নিয়ে বিএনপি নেতা আপন দুই সহোদরের মধ্যে সংঘর্ষের ঘটেছে। প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে আব্দুর রউফের পক্ষের লোকজন তার ছোট ভাই আব্দুল জলিল পক্ষের লোকজনের ওপর হামলা চালিয়ে তাদের ঘর বাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে করে জলির পক্ষের সারোয়ার হোসেন ও সজীবের বাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।বিএনপি নেতা আব্দুর রউফ হামলা, ভাংচুর ও লুটপাটের কথা অস্বীকার করে তিনি বলেন, জলিল পন্থীরা জাতীয় পার্টির কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। জলিল ও তার লোকজন গত রাতে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর ও মারধর করে। এ ঘটনায় জলিল পক্ষের লোকজনই জড়িত আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসানো হচ্ছে।অপর দিকে, বিএনপি নেতা আব্দুল জলিল অভিযোগ করে বলেন, আব্দুর রউফ পরিকল্পিতভাবে পালিয়ে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী সমর্থককে এলাকায় এনে আমাদের ওপর পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে সব মালামাল লুট করে নিয়ে গেছে।আষাঢ়িয়ারচর এলাকার কয়েজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতা না থাকায় শেষ পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।ঘটনাস্থলে অবস্থানরত সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, বর্তমানে আষাঢ়িয়ারচর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষের প্রধান দুই সহোদর আব্দুর রউফ ও আব্দুল জলিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) রাশেদুল ইসলাম খান জানান, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে আষাঢ়িয়ারচর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আব্দুর রউফ ও আব্দুল জলিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।ভোরের আকাশ/জাআ