কক্সবাজারের রামুতে মাইক্রোবাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রামু-মরিচ্যা সড়কে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘির বড়ডেবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী ছিলেন।নিহত আবু বক্কর ছিদ্দিক (১৮) দারিয়ারদীঘির থোয়াইঙ্গাকাটা এলাকার সাইফুল ইসলামের ছেলে। তিনি একসময় ব্যাটারিচালিত ইজিবাইক চালাতেন।নিহতের পিতা জানান, আবু বক্করসহ অন্য যাত্রীরা দারিয়ারদীঘির বড়ডেবা এলাকা থেকে ইজিবাইকে চড়ে থোয়াইঙ্গাকাটার বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত এবং তিনজন আহত হয়। নিহতের মরদেহ কক্সবাজার সদরে রয়েছে। আহত অপর ৩ জনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৪ পিএম
নড়াইলে ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ সদস্যসহ নিহত ৩
নড়াইলে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন প্রাণ হারিয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর, যিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।পুলিশ জানায়, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে ভেতরে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন।গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য। তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় অবস্থার অবনতি হতে থাকে।পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সোমবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ভোরের আকাশ/মো.আ.
১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮ এএম
গাইবান্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্রমিক নিহত
গাইবান্ধায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাছের গুঁড়ি লোড করার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় রিপন মিয়া (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ৩জন শ্রমিক। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের তুলসিঘাট পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রিপন মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মিজাপুর গ্রামের মাহাফুজার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে ট্রাক দাঁড় করিয়ে শ্রমিকরা গাছের গুঁড়ি ট্রাকে লোড করছিলেন। এ সময় হঠাৎ গাইবান্ধা থেকে ঢাকাগামী দ্রুতগতির কাজী লাইনস নামের একটি যাত্রীবাহী বাস ট্রাক ও শ্রমিকদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রমিক রিপন মারা যান। গুরুতর আহত হন আরো ৩ শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, 'দুর্ঘটনায় একজন মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই ঘাতক বাসটি আটক করা হয়েছে।ভোরের আকাশ//হ.র
১৫ সেপ্টেম্বর ২০২৫ ০১:২১ এএম
ভালুকায় যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষ, নিহত ২
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী দুই বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় জানা যায়নি।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা উপজেলার ভরাডুবা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।তিনি খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একপাশে নির্মাণকাজ চলছে। এ কারণে মহাসড়কের এক পাশ বন্ধ থাকায় অপর পাশ দিয়ে যান চলাচল করছে।এ সময় নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস পাশ কাটতে গিয়ে সংর্ঘষের শিকার হয়।ভোরের আকাশ/মো.আ.
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৫ এএম
মিরসরাইয়ে কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, বাবা-মেয়ে নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাজধানীর উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন।পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ। বাকি দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ভোরের আকাশ/মো.আ.
১২ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৮ পিএম
রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রাজবাড়ীর পাংশায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে রবিউল ইসলাম রজব (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মৌরাট ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ঘাটোরা মোল্লাবাড়ি গ্রামের মৃত তোফাজ্জেল হোসেন মণ্ডলের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, পাংশার দিকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পেছন থেকে মোটরবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রবিউল ইসলাম। তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।স্থানীয়রা বলেন, দুর্ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকসহ চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।এ বিষয়টি নিশ্চিত করে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ চললাম।ভোরের আকাশ/মো.আ.
১১ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৫ পিএম
দাগনভূঞায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় শামসুজ্জামান খান (৩২) নামে এক বেসরকারি সংস্থার (এনজিও) ব্যবস্থাপক নিহত হয়েছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার তুলাতলী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি অফিসের কাজ শেষে মোটরসাইকেলে নোয়াখালীর বেগমগঞ্জে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শামসুজ্জামান মোটরসাইকেলে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ধরে যাচ্ছিলেন। পথে তুলাতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। পরবর্তী সময়ে ময়নাতদন্তের জন্য লাশটি ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।নিহত শামসুজ্জামান খান নেত্রকোনা জেলার পূর্বধলা থানার কলাপাড়া এলাকার আবদুর রফিক খানের ছেলে। তিনি বেসরকারি সংস্থা 'দিশা'র নোয়াখালীর বেগমগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।'দিশা'র ফেনী সদর শাখার ব্যবস্থাপক মুজিবুর রহমান জানান, শামসুজ্জামান বেগমগঞ্জ অফিসের একটি মেসে থাকতেন। তিনি দাপ্তরিক কাজে একটি চেকে স্বাক্ষর করার জন্য দাগনভূঞায় এসেছিলেন এবং কাজ শেষে নিজের কর্মস্থলে ফিরছিলেন। সংস্থার জোনাল ম্যানেজার মো. জহিরুল ইসলাম জানিয়েছেন, নিহতের মৃত্যুর খবরটি নেত্রকোনায় তার পরিবারকে জানানো হয়েছে এবং পরিবারের সদস্যরা ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন।ভোরের আকাশ/মো.আ.
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩২ পিএম
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর গুজব, যা বললেন কাজল
দক্ষিণের তুমুল জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কাজলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার অনুরাগীরা উদ্বেগ হয়ে পড়েন। যা দেখে বিব্রত খোদ অভিনেত্রী। এবার সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন কাজল। জানালেন, সুস্থ আছেন তিনি।গতকাল সোমবার (৯ সেপ্টেম্বর) নিজের সামাজিকমাধ্যমে স্পষ্ট জানালেন যে তিনি সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন। কাজল লিখেছেন, ‘আমাকে ঘিরে একটা গুজব খবর রটেছে, আমার নাকি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ এটা সম্পূর্ণ মিথ্যে।আপনাদের সবাইকে আশ্বস্ত করে বলছি আমি পুরোপুরি সুস্থ আছি, নিরাপদে আছি। সবার কাছে অনুরোধ, এ ধরনের ভুয়া খবর বিশ্বাস করবেন না। চলুন, আমরা একটু ইতিবাচক চিন্তাভাবনা রাখি। সত্যকে ঘিরে থাকি।সম্প্রতি এক ভিডিওতে দাবি করা হয় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন অভিনেত্রীর অনুরাগীরা। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না আপনি নেই এমন কেন হলো?’২০০৪ সালে ‘কিয়ুন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে শোবিজ জগতে অভিষেক ঘটে সিংঘাম নায়িকার। এরপর তেলুগু ব্লকবাস্টার ফিল্ম ‘মাগধীরা’তে যুবরানি মিত্রবিন্দা ও ইন্দু চরিত্রে অভিনয়ের পর তিনি তারকা খ্যাতি পান।২০০৪ সালে ‘কিউঁ! হো গায়া না...’ ছবির হাত ধরে প্রথমে বলিউডে যাত্রা শুরু করেন কাজল।এর পর ‘থুপাক্কি’-তে তাঁর অ্যাকশন-রোম্যান্স, ‘কোমালি’-তে কমেডির ছোঁয়া, ‘হে সিনামিকা’-তে কাজল নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন। ‘টেম্পার’ এবং ‘বাঘবন্ত কেসারি’-তে তাঁর স্ক্রিন প্রেজেন্স ছিল দুর্দান্ত। শেষ বার তাঁকে দেখা গিয়েছে ‘কান্নাপ্পা’-তে, যেখানে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দ্য ইন্ডিয়ান স্টোরি’, ‘ইন্ডিয়ান ৩’, এবং ‘রামায়ণ’—এ, যেখানে তিনি মন্দোদরীর চরিত্রে অভিনয় করছেন।ভোরের আকাশ/মো.আ.
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:১২ পিএম
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় জিহাদ নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।নিহত জিহাদ (১৬) পাটাচোরা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বর্ণনা অনুযায়ী, গত ৩১ আগস্ট রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে কার্পাসডাঙ্গা কাউন্সিল মোড় এলাকায় মুজিবনগর-কার্পাসডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল মোড় ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে জিহাদের মৃত্যু হয়।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদি অপমৃত্যুর মামলা হয়, তবে তা রাজশাহীতেই হবে। ভোরের আকাশ/মো.আ.
০৮ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৬ পিএম
‘বেপরোয়া’ বাইক চালিয়ে প্রাণ গেল ২ যুবকের
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ১ জন।প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে দুটি মোটরসাইকেল দ্রুত গতিতে পাল্লা দিয়ে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় পৌছালে দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফ ও স্বাধীন নামে দুজন নিহত হন। গুরুতর আহত হন শাওন নামে একজন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি পদক্ষেপ চলমান।ভোরের আকাশ/মো.আ.
০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৫ পিএম
বরগুনায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত অন্তত ২০
বরগুনার পাথরঘাটায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) এ দুর্ঘটনাগুলো ঘটে।প্রথম দুর্ঘটনাটি ঘটে পাথরঘাটা পৌরসভার সোনালী বাজার এলাকায়। স্থানীয়রা জানান, বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মোটরসাইকেল উল্টে যায়। ঘটনায় অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত মোটরসাইকেল চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।অন্যদিকে, চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জে পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও অনেকে আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনা দুটি তদন্ত করে দেখা হচ্ছে। ভোরের আকাশ/হ.র