নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর সহকারী পরিচালক দিয়েগো বোরেলা গত ২১ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ইতালির ভেনিসে শুটিং চলাকালীন আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল ৪৭ বছর।ঘটনার সময় ভেনিসের ঐতিহাসিক হোটেল ড্যানিয়েলিতে পঞ্চম সিজনের শেষ দৃশ্যের প্রস্তুতি চলছিল। হঠাৎই সেটে পড়ে যান দিয়েগো বোরেলা। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডাকা হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। প্রাথমিকভাবে চিকিৎসকেরা নিশ্চিত করেন, তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিওস এক বিবৃতিতে জানিয়েছে, “আমরা গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করছি যে ‘এমিলি ইন প্যারিস’-এর প্রোডাকশন দলের একজন সদস্য হঠাৎ মৃত্যুবরণ করেছেন। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।”ভোরের আকাশ/তা.কা
২৫ আগস্ট ২০২৫ ০৪:১৮ এএম
চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যুসংবাদ শুনে ছেলেরও মৃত্যু
মায়ের মৃত্যুর খবর শোনার মাত্র ১০ মিনিট পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ছেলের। একসঙ্গে মা-ছেলের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চুয়াডাঙ্গা জুড়ে।শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত মা-ছেলে হলেন চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ার মৃত আলাউদ্দীনের স্ত্রী চায়না খাতুন (৬৩) ও সাইফুল ইসলাম (৪০)।স্বজনরা জানান, বিকালে হঠাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন চায়না খাতুন। এতে মাথায় আঘাত পেলে তাকে দ্রুত নিয়ে যাওয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ছেলে সাইফুল ইসলাম। মায়ের মৃত্যুর সংবাদ শোনামাত্র হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়ে সেখানেই লুটিয়ে পড়েন তিনি। চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। মুহূর্তেই হাসপাতাল চত্বরে নেমে আসে শোকের ছায়া।পরে মা-ছেলের মরদেহ নিয়ে যাওয়া হয় বাগানপাড়ার নিজ বাড়িতে। সেখানে স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইসরাত জেরিন জেসিকা জানান, মাথায় আঘাতপ্রাপ্ত মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। পরে মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল হৃদরোগে আক্রান্ত হন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে দুজনেরই মৃত্যু হয়।ভোরের আকাশ/মো.আ.