ছবি- সংগৃহীত
প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো। শনিবার (২২ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
প্রধান উপদেষ্টার কর্মসূচি
দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের এক্সপো ভিলেজে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তনে যোগদান করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মো. মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘তারুণ্যের উৎসব: জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫’- এর ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান শুরু হবে বেলা পৌনে ৩টায়। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মির্জা ফখরুলের কর্মসূচি
বেলা ১১টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমীর খসরুর কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভা এবং দুপুর আড়াইটায় সাতরাস্তায় হোটেল হলিডে ইনে আইসিটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সালাহউদ্দিনের কর্মসূচি
বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত সমাবেশ ও বেলা ৩টায় উত্তরা ৭ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে শহীদ মীর মুগ্ধ মঞ্চ আয়োজিত শোকরানা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
এনসিপির কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় বাংলামোটর মোড়ে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল করবে এনসিপি। এতে উপস্থিত থাকবেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বাংলাদেশে প্রথম সরকারি সফরের শুরুতেই কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল মাননীয়া শার্লি বোটচওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (সিএসএ) নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ।শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বাংলাদেশে মহাসচিবের আগমনের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক বৈঠক। আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন, দেশের রাজনৈতিক অগ্রগতি, গণতন্ত্রের চর্চা এবং সুশাসন নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।এ সময় মহাসচিব কমনওয়েলথের সদ্য প্রণীত কৌশলগত পরিকল্পনা (স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৫–২০৩০) উপস্থাপন করেন, যেখানে গণতন্ত্রকে তিনটি প্রধান স্তম্ভের অন্যতম হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তিনি বাংলাদেশে কীভাবে আরও লক্ষ্যভিত্তিক, কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক সহায়তা জোরদার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।সাক্ষাৎ শেষে কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র ভাইস প্রেসিডেন্ট শেখ রিফাদ মাহমুদ বলেন, “বাংলাদেশের তরুণরা আজ বৈশ্বিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমনওয়েলথের সঙ্গে আমাদের অংশগ্রহণ আরও জোরদার হলে জ্ঞান-বিনিময় ও যুব-নেতৃত্বাধীন উন্নয়ন ত্বরান্বিত হবে।”ঢাকায় অবস্থানকালে কমনওয়েলথ মহাসচিব উচ্চ পর্যায়ের ধারাবাহিক বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, প্রধান নির্বাচন কমিশনার, হাইকমিশনার এবং বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এসব আলোচনায় তিনি কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করার পাশাপাশি বাংলাদেশের জনগণের জন্য কীভাবে আরও লক্ষ্যভিত্তিক ও কার্যকর সহায়তা নিশ্চিত করা যায় তা জানতে মতামত নেবেন।ভোরের আকাশ/মো.আ.
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচ তলায় এ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।এপিবিএনের কর্মকর্তারা জানান, পরে অফিসে নিয়ে তল্লাশি চালালে নূরুল আলমের গলায় ঝুলানো হজের কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা ও পায়জামার পকেট থেকে বিভিন্ন ক্যারেটের (২১, ২২ ও ২৪) মোট ১.৩ কেজি স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল পাওয়া যায়।জিজ্ঞাসাবাদে নূরুল আলম স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিমানবন্দর এলাকায় সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করেন। বিদেশফেরত যাত্রীরা বিভিন্ন মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা স্বর্ণ তিনি সংগ্রহ করতেন বলেও জানান তিনি।এপিবিএন জানায়, চলতি বছর এখন পর্যন্ত এই বাহিনীর হাতে জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ দাঁড়িয়েছে ২৮ কেজি ৫০৮.৩৮ গ্রাম। আটক নূরুল আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। স্বর্ণ ও মাদক যে ধরনের চোরাচালানই হোক, তা প্রতিরোধে এপিবিএন সর্বদা তৎপর।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীতে আজ শনিবার সন্ধ্যায় দুইবার ভূমিকম্প হয়েছে। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল নরসিংদীতে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড ও সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে ভূমিকম্প দুটি অনুভূত হয়।এর মধ্যে রিখটার স্কেলে প্রথমটির মাত্রা ছিল ৩ দশমিক ৭ এবং দ্বিতীয়টি মাত্রা ছিল ৪ দশমিক ৩। দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার বাড্ডা ও নরসিংদী। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে, শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিটেও একবার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।তার আগে, শুক্রবার (২১ নভেম্বর) একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। রিখটার স্কেলে ওই ভুমিকম্পের মাত্রা ছিল ৫.৭। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর বিজয়নগরে একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় বেলা ৩টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার (২২ নভেম্বর) বেলা ৩টা ১০ মিনিটের দিকে পানির ট্যাংকের বিপরীত পাশে অবস্থিত আত্-ত্বরীক টাওয়ারে আগুন লাগার তথ্য ফায়ার সার্ভিসের কাছে পৌঁছায়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিকভাবে তেমন কিছু জানা যায়নি। খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজয়নগরে একটি দশতলা বাণিজ্যিক ভবনের ষষ্ঠতলায় আগুন লেগেছে। রমনা থানার মাধ্যমে খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয় বলে জানান রোজিনা আক্তার। ভোরের আকাশ/তা.কা