নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫ ০৪:২৫ পিএম
সংগৃহীত ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে শিক্ষার্থী হত্যার মামলায় সাবেক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহযোগী মোস্তাফিজুর রহমান টুটুকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
জসীম উদ্দিন খান জানান, টুটুকে সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিনিটে বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ ইউনিটের একটি দল। ধানমন্ডি থানায় করা একটি মামলার সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ তদন্ত করছে।
সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুটু ছাত্র-জনতার ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তিনি সাবেক মেয়র তাপসের বিশেষ প্রতিনিধি ছিলেন এবং আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেন। তদন্তে আরও প্রমাণ মিলেছে যে, নিহত ছাত্র আব্দুল্লা সিদ্দিক হত্যাকাণ্ডে তিনি সরাসরি জড়িত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আন্দোলনকারী আব্দুল্লা সিদ্দিক নিহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, আওয়ামীপন্থি সন্ত্রাসীরা তার মরদেহ গুমের চেষ্টা চালায়। এ ঘটনায় আন্দোলনের সমন্বয়ক ফাইয়াজ আহমেদ রাতুল আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ধানমন্ডি থানায় মামলা হয়।
এর আগে এ মামলায় সাবেক মেয়র তাপসের ঘনিষ্ঠ সহযোগী এস এম কামাল হায়দারকে ১৫ মে ও মো. খোরশেদ আলমকে ১৭ জুন গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
সিআইডি আরও জানায়, টুটুকে আজ আদালতে সোপর্দ করা হবে এবং তার সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। মামলার রহস্য উদঘাটন, অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/এসএইচ