স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০৮:৪১ এএম
রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে কথা কাটাকাটির জেরে আলমগীর (১৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে এক রোহিঙ্গা ডাকাত।
সোমবার (১৬ জুন) বিকেলে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম। নিহত আলমগীর ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত মোহাম্মদ হারেছের ছেলে।
জানা গেছে, আলমগীরের সঙ্গে সি ব্লকের রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল আলম তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টেকনাফ থানার ওসি মো. গিয়াস উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/জাআ