গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫ ০৩:২৫ পিএম
পলাশবাড়ীতে বাথরুমে মিলল সমবায় কর্মকর্তার মরদেহ
গাইবান্ধার পলাশবাড়ীতে সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের (৫০) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলা অফিসার্স কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির পরিষদের অফিসার্স কোয়াটারে থাকতেন। আজ সকালে পাশের রুমের এক অফিসার (আইসিটি) তাকে ডাকতে গিয়ে কোন সাড়া শব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে জানান। পরে ডাকাডাকির এক পর্যায়ে সকলে মিলে দরজার লক ভেঙ্গে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভ্ট্টুুো বলেন, খবর পয়ে ঘটনাস্থল থেকেদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই ওই অফিসারের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থাগ্রহণের সিদ্ধান্ত নেবেন। তিনি এই উপজেলায় সমবায় কর্মকর্তা হিসাবে ২০১৭ সালের ২৩ জুলাই যোগদান করেন।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম বলেন, তার ঢাকাস্থ পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থাগ্রহণ করা হবে।
ভোরের আকাশ/আজাসা