× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যান্সারে আক্রান্ত বেল্লালকে বাঁচাতে মানবিক সহায়তা

মো. মিরাজ, তালতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫ ০৩:৫৮ পিএম

ক্যান্সারে আক্রান্ত বেল্লালকে বাঁচাতে মানবিক সহায়তা

ক্যান্সারে আক্রান্ত বেল্লালকে বাঁচাতে মানবিক সহায়তা

বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের মো.হানিফ মোল্লার ছেলে মো. বেল্লাল মোল্লা (৩০) এক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাঁকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন স্বজনেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বেল্লাল দীর্ঘদিন জেলে পেশায় কাজ করতো তার পরিবারে একটি চার বছরে কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে ছোটখাটো কাজ করে নিজের পরিবারকে সহায়তা করতেন। হঠাৎ করে তার শরীরে অসুস্থতা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত।

চিকিৎসক তাকে ঢাকার একটি ক্যান্সার হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। সেখানে কেমোথেরাপি ও অন্যান্য উন্নত চিকিৎসা নিতে হবে,যার খরচ প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। এই বিশাল পরিমাণ টাকা জোগাড় করা বেল্লাল মোল্লার পরিবারের কাছে সম্ভব নয়।

বেল্লালের মা বলেন,কিছুদিন আগে বেল্লালের শরীরে ব্যথা ও দুর্বলতা দেখা দেয়। পরে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করালে জানা যায়,তিনি ক্যান্সারে আক্রান্ত। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকরা কেমোথেরাপিসহ দীর্ঘমেয়াদি চিকিৎসার পরামর্শ দিয়েছেন। এতে প্রাথমিক ভাবে প্রায় ১০ লাখ টাকার মত প্রয়োজন।

বেল্লালের ভাই আউয়াল বলেন, আমার ভাই বেল্লাল বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। আমাদের যা কিছু ছিল জমি-জায়গা, সামান্য সঞ্চয় সবাই ভাইয়ের চিকিৎসায় ব্যয় হয়ে গেছে। এখন আমাদের কিছুই নেই। আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা যদি একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেন, আমার ভাইয়ের চিকিৎসার জন্য কিছু সহায়তা করেন, তবে হয়তো আমরা তাকে আবার সুস্থ করে ফিরে পেতে পারব। দয়া করে আমাদের এই কঠিন সময়ে পাশে দাঁড়ান।

স্থানীয় বাসিন্দা মোঃ রাজু বলেন, আমাদের সোনাকাটা ইউনিয়নের বেলাল একজন মেধাবী ও পরিশ্রমী যুবক। তিনি দীর্ঘদিন ধরে জেলের পেশায় নিয়োজিত থেকে তার পরিবারকে দেখাশোনা করতেন। বলতে গেলে, বেলাল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। এই খবরে আমরা সবাই হতবাক হয়ে যাই। কারণ যারা বেলালের পরিবারকে চিনি, জানি তারা আর্থিকভাবে কতটা দুর্বল। একজন ব্লাড ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন, সেটা ওই পরিবারের পক্ষে একেবারেই বহন করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা এলাকাবাসী মিলে যতটুকু পেরেছি সাহায্য করেছি। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই চিকিৎসা দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল। তাই আমি বেলালের পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে এবং একজন মানুষ হিসেবে দেশবাসীর প্রতি আবেদন জানাচ্ছি—আপনারা যদি যার যার অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন,তবে বেলাল আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারবে।

স্থানীয় ইউপি সদস্য পনু মৃধা বলেন, বেলাল হোসেন আমাদের লাউপাড়া এলাকার সন্তান। ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়েছে। টাকার অভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারেনি, শেষ পর্যন্ত নিবন্ধিত একজন জেলে হিসেবে জীবনযাপন শুরু করে। আজ সে কঠিন এক রোগে আক্রান্ত  ব্লাড ক্যান্সার। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকার মতো খরচ প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা একেবারেই অসম্ভব। আমি একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন মানুষ হিসেবে বিনীত অনুরোধ করছি আপনারা যার যার অবস্থান থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা বলেন, আমি আজই জানতে পারলাম। উপজেলা প্রশাসন বেল্লালকে সর্বোচ্চ সহযোগিতা করবে।

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে রংপুর এগিয়ে থাকবে

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড