পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫ ০৭:১৭ পিএম
সাপ ধরতে গিয়ে সাপুড়ের মৃত্যু
সাপ ধরাই ছিল শ্রীলাল চান (৫৫) নামের এক সাপুড়ের পেশা ও জীবন। দীর্ঘ সময় ধরে সাপ নিয়ে কাজ করা এই মানুষটির জীবন থেমে গেল সেই বিষধর সাপের কামড়ে, যার সঙ্গে তার অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল।
শ্রীলাল চান বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনপাড়া ইউনিয়নের ৪নং বাঁশতলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি সাপুড়ে হিসেবে পরিচিত ছিলেন। পাথরঘাটায় তাকে সাপ ধরার জন্য সবার কাছে ডাকা হতো। কারো বাড়িতে সাপ ঢুকলে প্রথমে তাকে খবর দেওয়া হতো।
মঙ্গলবার (১০ জুন) সকালে তার পাশের ৩নং ওয়ার্ডের কুদ্দুস বিডিয়ারের বাড়িতে কালোজিরা নামের একটি বিষধর সাপ ঢুকে যাওয়ার খবর পেয়ে শ্রীলাল চান সেখানে ছুটে যান। সকাল সাড়ে সাতটায় কুদ্দুস বিডিয়ারের বাড়িতে পৌঁছে মন্ত্র তন্ত্র পড়ে সাপটিকে ধরার সময় সাপটি তার পায়ে কামড় দেয়।
সাপে কামড়ানো মাত্রই তিনি বিষক্রিয়ায় মাটিতে গড়িয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা মঠবাড়িয়া হাসপাতালে নেওয়া হলে, সাপের বিষের টিকা (অ্যান্টিভেনম) না থাকার কারণে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে পৌঁছে আজ দুপুর আড়াইটায় শ্রীলাল চান মৃত্যুবরণ করেন।
শ্রীলাল চানের এই মর্মান্তিক মৃত্যু পাথরঘাটার মানুষদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। দীর্ঘদিন ধরে সাপের সঙ্গে কাজ করে আসা একজন সাপ বিশেষজ্ঞের এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এলাকার জন্য একটি বড় ক্ষতি বলে মনে করছেন স্থানীয়রা।
ভোরের আকাশ/জাআ