জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ০৯:১৪ পিএম
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩
ঝালকাঠি সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৩ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫ টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এই ঘটনা ঘটে।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ভোরে সাকুরা পরিবহনের একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে ঝালকাঠি শহর অতিক্রম করে ইছানীল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ