নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ০৭:৪৪ পিএম
যুবদেলর নবগঠিত আহ্বায়ক কমিটি
পিরোজপুর জেলা যুবদেলর নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ) বিকালে নাজিরপুর উপজেলা যুবদলের উদ্যোগে এ আনন্দ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড এবং বাদ্য বাজনাসহ অংশ নেয়।
উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ লিলনের নেতৃত্ব এই আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত। আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গেটে শেষ হয়।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি এস এম রেজাউল করিম সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মাজেদুল কবীর রাসেলের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহবায়ক সরদার কামরুজ্জামান তুসার, যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার, সালমান জাকির, জুবায়ের হোসেন অনিক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ লিলন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান শরীফ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ৫১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে কামরুজ্জামান তুষার আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করা হয়। এ কমিটিতে দায়িত্ব দেওয়া হয়।
ভোরের আকাশ/আজাসা