বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৭:১৩ পিএম
বরগুনার খেয়াঘাটে ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন
বরগুনা সদর উপজেলার বড়ইতলা-বাইনচটকি খেয়াঘাটসহ জেলার সব খেয়াঘাটে খেয়া ভাড়া কমানো এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের খেয়া ভাড়া সম্পূর্ণ মওকুফের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) দুপুরে “আমরা বরগুনাবাসী” ব্যানারে বড়ইতলা ও পুরাকাটা খেয়াঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমি, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা নুরুল আলম এবং ইসলামী যুব আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রতিদিন হাজারো গরিব ও অসহায় মানুষ বরগুনার বিভিন্ন খেয়াঘাট দিয়ে জরুরি প্রয়োজনে পারাপার করেন। বর্তমানে জনপ্রতি ২৫ টাকা ভাড়া আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে।
তারা আরও বলেন, “খেয়া ভাড়া কমিয়ে জনপ্রতি ১৫ টাকা নির্ধারণ করতে হবে এবং স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণভাবে খেয়া ভাড়া মওকুফ করতে হবে।”
মানববন্ধনে জানানো হয়, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
ভোরের আকাশ/জাআ