× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমোহনে সিএনজি মালিক-শ্রমিকদের মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫ ০৭:১০ পিএম

লালমোহনে সিএনজি মালিক-শ্রমিকদের মানববন্ধন

লালমোহনে সিএনজি মালিক-শ্রমিকদের মানববন্ধন

ভোলায় সিএনজি চলাচলে মালিক শ্রমিকদের ওপর গত ৬ মে জেলা প্রশাসক আরোপিত শর্ত শিথিলের দাবি ও আর্থিক ক্ষতি থেকে মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সিএনজি মালিক শ্রমিকেরা।

শুক্রবার (৯ মে) বেলা ১১ টায় লালমোহন উপজেলা সিএনজি মালিক শ্রমিক সম্মিলিত পরিষদের ব্যানারে থানার মোড় থেকে প্রতিবাদ মিছিলের পর পৌর শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ মে মঙ্গলবার জেলা প্রশাসক ৩ জন যাত্রী নিয়ে সিএনজি চলাচলের নিয়ম করেছেন। আমরা সিএনজিতে ৩ জন যাত্রী নিয়ে চলাচল করলে আমাদের যে পরিমাণ খরচ হয় সে পরিমাণে ৩ জন যাত্রীর কাছ থেকে টাকা নেওয়া সম্ভব হয় না। এবং পরাণগঞ্জ বাজার থেকে ইলিশা ফেরী ঘাট পর্যন্ত রাস্তায় অটো, অটোরিক্সা, নসিমন, করিমন, ট্রাক, টলিসহ অন্যান্য যানবাহন নিয়মিত চলাচল করতে পারলে আমরা সিএনজি চালকরা কেন পারবো না।

বক্তারা আরও বলেন, ৫ জন যাত্রী নিয়ে চলাচল করতে পারলে এবং পরানগঞ্জ থেকে ইলিশা পর্যন্ত রাস্তাটুকু অন্যান্য যানবাহনের মতো আমাদের জন্য উন্মুক্ত করে দিলে আমরা আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবো। পাশাপাশি বাস মালিক-শ্রমিকদের একক আধিপত্য থেকে মুক্তি চাই আমরা।

মানববন্ধনে লালমোহন সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. শাহীন হাওলাদার, সাধারণ সম্পাদক মো.আব্বাস, সাংগঠনিক সম্পাদক মো.সবুজ পাটোয়ারী, লালমোহন শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন, লালমোহন উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, লালমোহন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সালাউদ্দিন, লালমোহন উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি ইমাম উদ্দিন শামিম, সদস্য মিলন হোসেন, নুর নবী, আলমগীর হোসেন, জুয়েল রানা, মহিউদ্দিনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
 ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড