রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ০৫:০৬ পিএম
বিনা অনুমতিতে কৃষি জমির মাটি কাটায় ৬ মাসের কারাদণ্ড
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমি কেটে মাটি উত্তোলনের ঘটনায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম উজ্জ্বল (৩৫) নামে এক যুবককে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ জুন) রাতে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, উজ্জ্বল কোনো অনুমতি ছাড়াই একটি বৃহৎ কৃষিজমি কেটে সেখানে ঝুঁকিপূর্ণভাবে বালু ও মাটি উত্তোলন করে তা ট্রাকযোগে সরবরাহ করছিলেন।
এলাকাবাসীর অভিযোগ, গত কয়েকদিন ধরে উক্ত জমি কেটে মাটি বিক্রির কাজ চালিয়ে আসছিলেন জমির মালিক। এতে পার্শ্ববর্তী রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং ভারী ট্রাক চলাচলের কারণে পথচারী, বিশেষ করে শিশুদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছিল।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় ভ্রাম্যমাণ আদালত রাশেদুল ইসলাম উজ্জ্বলকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভোরের আকাশ/এসএইচ