গ্রেফতার হলেন ছিনতাইকারি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৮:০০ পিএম
কর্মস্থলে ফেরা হলো না খোকন মিয়ার
ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন বাড়িতে। সেখান থেকে আর কর্মস্থলে ফেরা হলো না খোকন মিয়া (২৮) নামে এক পোশাক শ্রমিকের, পথেই ছিনতাইকারির কবলে প্রাণ হারাতে হয়েছে তাকে। এঘটনায় একজনকে গ্রেফতার করেন আশুলিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১২জুন) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস ট্রাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে, বুধবার ভোর রাতে আশুলিয়ার বাইপাইল এলাকায় ছিনতাইকারীর কবলে পরে প্রাণ হারান খোকন মিয়া। এঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে বাইপাইলের এসএ পরিবহনের গলি থেকে তাকে গ্রেফতার করেন আশুলিয়া থানা পুলিশ। তার কাছে থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত একটি চাকু ।
গ্রেফতারকৃত হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার জামধলা গ্রামের মো. সোলেমান মিয়ার ছেলে মো.মাসুদ মিয়া ওরফে জামাই মাসুদ ওরফে রানা। তিনি পেশাদার ছিনতাইকারী ও তার বিরুদ্ধে এর আগেও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানান পুলিশ।
নিহত ব্যাক্তি হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার বালুয়া ভাটারপাড়া গ্রামের আকমল হোসেনের ছেলে খোকন মিয়া (২৮)। তিনি স্ত্রীকে নিয়ে আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
সংবাদ সম্মেলনে আরাফাতুল ইসলাম বলেন, নিহত খোকন মিয়া পরিবারের সাথে ঈদের ছুটি শেষ করে গত মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাতে তিন টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এসে বাসে থেকে নামেন। এসময় ছিনতাইকারী খোকনের স্ত্রীর কাছ থেকে চাকু দিয়ে ভয় দেখিয়ে একটি স্মার্ট ফোন ছিনতাইকারী ছিনিয়ে নিয়ে যায়। এসময় খোকন মিয়া ছিনতাইকারীকে ঝাপটাইয়া ধরিলে ছিনতাইকারী কাছে থাকা চাকু দিয়ে খোকন মিয়ার বুকে ও বাম বগলের নিচে আঘাত করে হত্যা করেন।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অপস ট্রাফিক (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনার ২৪ ঘন্টার ভিতরে ঘটনায় জড়িত ছিনতাইকারীকে গ্রেফতা করে পুলিশ। তাকে আগামীকাল আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হবে।
ভোরের আকাশ/জাআ