আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারী ২০২৬ ০৩:০৮ এএম
ছবি: ভোরের আকাশ
আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
গতকাল রাতে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় থানা কৃষক দলের উদ্যোগে এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
প্রধান অতিথী সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব ও প্রধান বক্তা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থানা কৃষক দলের আহবায়ক লুৎফর রহমান মিয়া।
বিশেষ বক্তা ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এ্যাডভোকেট আবু হানিফ ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদীর উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেন থানা কৃষক দলের সদস্য সচিব আবুল হোসাইন মুন্সী।
এছাড়া দলটির অন্যান্য নেত্রীবৃন্দসহ আরও অনেকে এসময়ে উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ