আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারী ২০২৬ ০৩:৫৪ এএম
ছবি: ভোরের আকাশ
আশুলিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে আশুলিয়ার নিগার প্লাজায় এই দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এসময় বেগম খালেদা জিয়ার আত্মার-মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।
প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির যুগ্ম-আহবায়ক আব্দুল হালিম মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান খান মোহন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধরণ সম্পাদক আহসানুল্লাহ ভূইয়া, আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবিদুর রহমান পাষাণ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান ও ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ভূইয়াসহ আরও অনেকে।
ভোরের আকাশ/এসএইচ