জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৫:৫১ এএম
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় ভয়াবহ আগুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ মে) সন্ধ্যার দিকে ‘রাহাবার’ নামের হাউজবোটে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষে ১২ জন পর্যটক নিয়ে হাউজবোটটি নিলাদ্রীতে আসে রাত যাপনের উদ্দেশে। এ সময় মোবাইল চার্জার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকার প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়।
আগুন লাগার সঙ্গে সঙ্গে উপস্থিত পর্যটকরা দ্রুত হাউজবোট থেকে নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন, ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ঘটনার পরপরই আশপাশের অন্যান্য হাউজবোট দ্রুত নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতার কারণে তা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের পুরো সময় জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাওরজুড়ে।
এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি, তবে হাউজবোটটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাওরে চলাচলকারী নৌযানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
ভোরের আকাশ//হ.র