ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০৬:২৫ পিএম
ছবি-ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মাওনা চৌরাস্তায় বিশাল আনন্দ মিছিল ও সভা করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার মাওনা চৌরাস্তায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের স্বপ্ন বৈসমহীন মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। নানা রকম ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য মিছিলটি পল্লীবিদ্যুত মোড় থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ সময় মিছিলে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিল শেষে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার নিচে পথসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক মোসলেম মৃধা, এড জাফর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার বেপারী, ছাত্রদল সভাপতি সাইফুল মোল্লা প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ