সিপন আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০১:৩৭ এএম
মানিকগঞ্জে সিনিয়র নার্সকে হত্যার হুমকি, থানায় অভিযোগ
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নবীন মিয়া (৩৩) প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (২০ জুন) দুপুরে মানিকগঞ্জ সদর থানায় তিনি এই অভিযোগ দায়ের করেন। নবীন মিয়ার দাবি, হাসপাতালের তিন সহকর্মী নির্বাচন-সংক্রান্ত বিরোধের জেরে তাকে দীর্ঘদিন ধরে হুমকি ও গালিগালাজ করে আসছেন।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা হলেন—সিনিয়র স্টাফ নার্স বকুল আক্তার (৩৪), ইকবাল মিয়া (৩৫) ও শেফালী আক্তার (৪৮)। নবীনের ভাষ্যমতে, গত ৩ জুনের পর থেকে এই তিনজন তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন করছেন এবং অব্যাহতভাবে অপমানজনক ভাষায় কথা বলছেন।
নবীন মিয়া অভিযোগ করেন, ২০ জুন সকাল সাড়ে ৯টার দিকে তিনি কর্মস্থলে দায়িত্ব পালনের সময় অভিযুক্তরা সেখানে এসে প্রকাশ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ফোনে বলেন, “তোরে বিএনপি অফিসে তুলে নিয়ে গিয়ে হাত-পা বেঁধে মেরে ফেলব, তোর লাশ গুম করে দেব।”
এই ঘটনায় তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। নিরাপত্তার স্বার্থে তিনি থানায় অভিযোগ করে আইনি সহায়তা চেয়েছেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ভোরের আকাশ//হ.র