জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ১২:৪৭ এএম
৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক
চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনের কাছে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ছয় ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন উথলী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিন্টু কুমার রায়।
এর আগে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। দুর্ঘটনার পর উদ্ধারকারী রিলিফ ট্রেনের সহায়তায় উদ্ধারকাজ পরিচালনা করা হয়।
দীর্ঘ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রেল চলাচল শুরু হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। অনেকেই বিকল্প পরিবহন ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
এ সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের জন্য টিকিটের টাকা ফেরতের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ জানান, “রাত ১১টা ১৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে কিছু ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটতে পারে। সিডিউল বাতিলের কোনো ঘটনা ঘটেনি।”
তিনি আরও বলেন, “খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। যাত্রীরা চাইলে নির্ধারিত প্রক্রিয়ায় টাকা ফেরত নিতে পারবেন।”
ভোরের আকাশ//হ.র