দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫ ০৮:০৬ পিএম
প্রতীকী ছবি
সুনামগঞ্জের দিরাইয়ে সোমা আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১টায় পৌর শহরের চন্ডিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। পরে ওই গৃহবধুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এক সন্তানের জননী সোমা আক্তার পৌর শহরের চন্ডিপুর গ্রামের কয়েস মিয়ার স্ত্রী। তার বাবার বাড়ি উপজেলার চরনারচর ইউনিয়নের ললুয়ারচর গ্রামে।
এঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের শশুর বাড়ির লোকজন এটিকে আত্মহত্যা বললেও, নিহতের বোন সাবিনা আক্তার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানান।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে।
ভোরের আকাশ/জাআ