চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১২:১৪ এএম
ছবি সংগ্রহীত
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত আটতলা একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন লাগার পর থেকে থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সাত ঘণ্টার চেষ্টার পরও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে পুরো ভবনটি জ্বলছে এবং তাপমাত্রা এতটাই বেশি যে উদ্ধারকর্মীরা ভবনের ১০০ মিটার পর্যন্তও যেতে পারছেন না। ফলে তারা দূর থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তীব্র তাপে ভবনের ছাদ ধসে পড়ছে এবং আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়ছে। আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ফায়ার সার্ভিস আশপাশের স্থাপনায় পানি ছিটিয়ে সতর্ক অবস্থান নিয়েছে।
এদিকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন। আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
সিইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সুবহান জানান, “আগুনের ঘটনায় আশপাশের কারখানাগুলো বন্ধ রাখা হয়েছে। আগুন যাতে অন্য কোনো ভবনে না ছড়ায়, সে বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, “ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে চরম বেগ পেতে হচ্ছে। আগুনের তীব্রতায় কাছে যাওয়া যাচ্ছে না, তাই দূর থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর কাজ চলছে।”
এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। সিইপিজেড কর্তৃপক্ষ ও কারখানা মালিকপক্ষ জানিয়েছে, ভেতরে কোনো শ্রমিক আটকে নেই—সবাইকে সময়মতো নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
কারখানাটির গুদাম অংশ, যেখানে আগুনের সূত্রপাত হয়েছে, সেটি ছিল ভবনের সপ্তম তলায়। তবে আগুনের উৎস কীভাবে তৈরি হলো, তা এখনো জানা যায়নি।
ভোরের আকাশ // হ.র