ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ০১:০২ এএম
ছবি সংগ্রহীত
দিনাজপুরের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী “ওয়ান্টেড ফুটবল টুর্নামেন্ট”। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাজারামপুর হাই স্কুল মাঠে রাজারামপুর ফুটবল একাডেমির আয়োজনে ৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের এমপি প্রার্থী নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলার প্রধান সমন্বয়কারী মো. ইমরান চৌধুরী নিশাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থাউজেন্ড ডেইজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ন্যাশনাল ডিরেক্টর অফ ডেভেলপমেন্ট মোহাম্মদ রনি চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহিবুল ইসলাম, এনসিপি দলের সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
দিনব্যাপী টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি ডা. আহাদ। এছাড়া ফুটবলভিত্তিক কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ১০ জন বিজয়ীকে ৩০০ টাকা করে নগদ পুরস্কার এবং মহিলা দর্শকদের মধ্যে ৩টি শাড়ি বিতরণ করা হয়।
খেলা শেষে ডা. আহাদ বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। এমন উদ্যোগ তরুণদের মাঝে শৃঙ্খলা ও দলীয় চেতনা জাগিয়ে তোলে।”
দিনভর মাঠজুড়ে খেলোয়াড়, দর্শক ও স্থানীয়দের প্রাণবন্ত উপস্থিতিতে রাজারামপুর হাই স্কুল মাঠ পরিণত হয়েছিল এক উৎসবমুখর মিলনমেলায়।
ভোরের আকাশ//হ.র