× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনগণের সমর্থন পেতে চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী

মো. ইমরান হোসাইন, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫ ০৬:৫৪ পিএম

জনগণের সমর্থন পেতে চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী

জনগণের সমর্থন পেতে চষে বেড়াচ্ছেন জামায়াত মনোনীত প্রার্থী

জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী জেলা আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন আমতলী উপজেলার জনগণের সমর্থন পেতে বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও পথসভা করছেন।  তার এমন উদ্যোগে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বিরাজ করছে।

জানা গেছে, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বরগুনা জেলার আমতলী উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা চাঙ্গা হয়ে ওঠে।  তারা প্রকাশ্যে বের হয়ে দলীয় কর্মসূচিতে অংশ নেয়।  এ বছর ২৬ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া মো. গোলাম পরওয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন (বরগুনা সদর-আমতলী-তালতলী) থেকে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুনকে জামায়াতের প্রার্থী ঘোষণা করেন।  ওই সময় থেকে তিনি আমতলী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় ও পথসভা করে যাচ্ছেন।  তার এমন উদ্যোগে দলীয় নেতাকর্মী ও ইসলাম সমমনা মানুষ উৎসাহ পাচ্ছেন।

বুধবার (১১ জুন) আমতলী উপজেলার গুলিশাখালী ও আঠারোগাছিয়া ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে তিনি মতবিনিময় সভা করেছেন।  এতে বেশ কিছু নেতাকর্মী অংশ নেন।  এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকাস্থ বরগুনা ফোরামের সেক্রেটারি ডাঃ নাজমুল আহসান, আমতলী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মোজ্জাম্মেল হোসেন, পৌর জামায়াতের আমিন নিজাম উদ্দিন ও পল্লী চিকিৎসক নাজমুল আহসান প্রমুখ।

আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী দলের সভাপতি প্রভাষক কবির হোসেন বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দ্বারে দ্বারে যেতে বরগুনা-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন মতবিনিময় ও পথসভা করছেন।  তার এমন উদ্যোগে মানুষ বেশ সাড়া দিচ্ছেন।

বরগুনা-১ আসনের জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী জেলা আমির অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন বলেন, “কোরআনের বাণীর মাধ্যমে সত্য প্রতিষ্ঠায় আমি নিরলসভাবে কাজ করছি, যাতে ইহকাল ও পরকালে শান্তি লাভ করা যায়।” তিনি আরও বলেন, “দল আমাকে মনোনয়ন দিয়েছে।  দলীয় মর্যাদা অক্ষুন্ন রাখতে কঠোর প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় ছিনিয়ে নিতে কাজ করছি।”

ভোরের আকাশ/জাআ

  • শেয়ার করুন-
 ৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

৩৩ ডেপুটি জেলারকে একযোগে বদলি

সংশ্লিষ্ট

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

সাটুরিয়ায় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকা মূল্যের ভারতীয় ডিসপ্লেসহ আটক ১

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব বেড়েছে ৩১৬ কোটি টাকা

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড

আখাউড়ায় মাদকাসক্ত স্বামীর ১ মাসের কারাদণ্ড