পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ মে ২০২৫ ০৩:৩৬ এএম
ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
পাবনার ঈশ্বরদীতে সোমবার (২৬ মে) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ৫২ মি.মি.বৃষ্টিপাত রেকর্ড করা হয়। যা এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত। ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টিপাতের সময় সড়কে যানবাহন কমে যায়। অনেকে ঘর থেকে বের হননি। তবে চাকুরিজীবী মানুষেরা বৃষ্টি উপেক্ষা করে নিজ নিজ কর্মস্থলে যান।
ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের ইনচার্জ নাজমুল হক রঞ্জন বলেন, বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে তৈরি সঞ্চরণশীল মেঘমালার কারণে রোববার রাত থেকে আকাশ কালো মেঘে ঢাকা পড়ে। সোমবার ভোর ৬টা থেকে বৃষ্টিপাত শুরু হয়। চলে ১২টা পর্যন্ত। এ সময়ে ঈশ্বরদীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৫২ মিলিমিটার। মৌসুমের এটি সর্বোচ্চ বৃষ্টিপাত।
তিনি জানান, আপাতত বৃষ্টি থামলেও নিম্নচাপ অব্যাহত থাকায় থেমে থেমে অথবা ভারী বৃষ্টিপাত আরও হতে পারে। চলতি মে মাসের ১ তারিখ থেকে ২৬ মে ভোর ৬টা পর্যন্ত ঈশ্বরদীতে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১১৩ দশমিক ৩ মিলিমিটার, দুপুর ১২টা পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় ১৬৫ দশমিক ৩ মিলিমিটার।
কার্যালয় সূত্রে আরও জানা গেছে, এপ্রিলের শুরু থেকে ঈশ্বরদীতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি মাঝারি তাপপ্রবাহ বইতে থাকে। প্রতিদিন ৩৬ থেকে সর্বোচ্চ ৪১ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠানামা করে। এ অবস্থা চলে এপ্রিল থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এ অবস্থায় কখনো কখনো আকাশ মেঘলা হলেও বৃষ্টির দেখা মেলেনি। সপ্তাহ আগে কখনো থেমে থেমে আবার কখনো হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়।
রের আকাশ/এসআই