ছবি: ভোরের আকাশ
ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাসের বাস্তবায়নে রিয়েক্টস-ইন প্রজেক্টর আওতায় জিংক গম ও জিংক ধান শীর্ষক একটি "স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম" অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ইএসডিও'র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের 'গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে' স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গড়েয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান। এছাড়াও আরো বক্তব্য দেন, ইএসডিও'র রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম ও স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় অনুষ্ঠানে ১০০ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ ৪১ হাজার টাকার চোরাচালানী মালামালসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ও অন্যজন স্থানীয় বাসিন্দা।বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ও বুধবার টানা দুইদিন যশোরের বেনাপোল, বেনাপোল চেকপোস্ট, আমড়াখালি চেকপোস্ট, আন্দুলিয়া, শিকারপুর ও রঘুনাথপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে বিদেশি মদ, ভারতীয় নেশাজাত সিরাপ, গাঁজা, কীটনাশক, খৈনি, পান মসলা, ঔষধ, রেলওয়ে পার্টস, নাট-বোল্ট, প্লাস্টিক পাইপ, গাড়ির পার্টস, শাড়ি, কম্বল, থান কাপড়, কসমেটিকস সামগ্রী, মোবাইল ফোনসহ ভারতীয় একটি ট্রাক জব্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন— ভারতের উত্তর ২৪ পরগনার বনগাঁ পূর্বপাড়া এলাকার মতিয়ার মণ্ডলের ছেলে আব্দুল মণ্ডল (৩৫) এবং বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের মোন্তাসিম (২৪), পিতা আবু হামজা।বিজিবির হিসাব অনুযায়ী, মঙ্গলবার ২৬ লাখ ৪১ হাজার ৩০৭ টাকার এবং বুধবার ৬৪ লাখ ২৫০ টাকার চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য প্রায় ৯০ লাখ ৪১ হাজার ৫৫৭ টাকা।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান ও মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে বিজিবি বিশেষ পরিকল্পনার আওতায় অভিযান পরিচালনা করছে। তারই অংশ হিসেবে সাম্প্রতিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।তিনি আরও বলেন, “মাদক ও চোরাচালান রোধে আমাদের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”ভোরের আকাশ// হর
কক্সবাজারের মহেশখালী পৌরসভাস্থ ফায়ার সার্ভিস এলাকার সড়কে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদারের নেতৃত্বে যৌথবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা অংশ নেন।বুধবার (১৫ অক্টোবর) সকালে পরিচালিত এ অভিযানে সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র, লাইসেন্স ও ফিটনেস সনদ যাচাই করা হয়। নিয়ম না মানায় তিনটি মামলায় মোট দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক চালকরা যেন অটোরিকশা না চালায়, সে বিষয়ে কঠোর সতর্কতা জারি করা হয়।স্থানীয় বাসিন্দারা জানান, মহেশখালী পৌর এলাকায় বেপরোয়া গাড়ি চালনা ও নিয়ম না মানার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি শাপলাপুর পাহাড়ি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হন। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দ্বীপবাসী।স্থানীয়রা বলেন, “এমন অভিযান নিয়মিত পরিচালনা করলে সড়ক দুর্ঘটনা অনেকটা কমে আসবে।”ভোরের আকাশ//হ.র
যশোরের শার্শা উপজেলায় ৩ দিনের ব্যবধানে দুই ভ্যানচালক হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে এ অঞ্চলের মানুষ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলা পরিষদের সামনে ও নাভারন সাতক্ষীরা মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন স্থানীয় ভ্যান ও রিকশাচালকরা।মানববন্ধনে অংশ নেন শার্শা, নাভারণ ও বেনাপোল এলাকার ২ শতাধিক ভ্যান–রিকশাচালক। কর্মসূচির এক পর্যায়ে তারা যশোর–বেনাপোল মহাসড়ক অবরোধ করে প্রায় আধাঘণ্টা অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং বেনাপোল বন্দরমুখী পরিবহন চলাচল ব্যাহত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও আমাদের ভাইদের গুম, খুন বা ছিনতাই করা হচ্ছে। আমরা ভ্যান চালিয়ে কষ্টে সংসার চালাই। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।উল্লেখ গত শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে ঝিকরগাছা উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মাঝামাঝি এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে নিখোঁজ ভ্যানচালক মাসুদ রানার (২১) মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি শার্শা উপজেলার উলাশী গ্রামের বাসিন্দা ছিলেন।এর দুই দিন পর, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বাক্স থেকে উদ্ধার করা হয় আরেক ভ্যানচালক আব্দুল্লাহর (২৫) অর্ধগলিত মরদেহ। খোঁজ মিলেনি তাদের ভ্যান রিক্সার। পরপর দুই চালক হত্যাকাণ্ডের ঘটনায় সীমান্তাঞ্চলজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, দুটি হত্যার ঘটনায় পৃথক মামলা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারে কয়েকটি টিম চেষ্টা চালাচ্ছে।ভোরের আকাশ//হ.র
দিনাজপুরের বিরামপুরে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আতিউর রহমান (৩৮) নামে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিউর রহমান দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরের চক শাহাবাজ গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, আতিউর রহমান তার ইজিবাইকটি সড়কের পাশে দাঁড় করিয়ে যাত্রী উঠানামার কাজ করছিলেন। এ সময় গোবিন্দগঞ্জ থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজেদুর রহমান সাজিদ বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ভোরের আকাশ//হ.র