স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১২ জানুয়ারী ২০২৬ ০৩:৫৯ পিএম
ছবি- ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মায়ের দোয়া ব্রিকস নামে একটি ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার নির্দেশে রোববার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন বেগম। এসময় অভিযানে সরাইল থানা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম বলেন, "কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/মো.আ.