শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৪:৩৮ পিএম
সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার চমুরদির বাবলাতলা বাসস্ট্যান্ডে বুধবার (৪ জুন) সকাল৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের লতিফ মাতুব্বরের ছেলে মিজানুর মাতুব্বর (৫০), মাদারীপুর জেলার শিবচর থানার ইব্রাহিম সরদার (৭০) ও তার ছেলে মনির সর্দার (৪০), একই এলাকার বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫০) ও অজ্ঞাত (৪৫)।
জানা গেছে, নিহতদের সবাই গরু ব্যবসায়ী। তারা একটি থ্রি-হুইলার মাহিন্দ্রায় চড়ে টেকেরহাট গরুর হাটের উদ্দেশে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা মিজান পরিবহনের একটি বাস ও মাহিন্দ্রা গাড়িটি টেকেরহাটের দিকে যাচ্ছিল। গাড়ি দুটি বাবলাতলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহিন্দ্রার পাঁচ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে আরও চারজন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর গণমাধ্যমকে জানান, বুধবার সকাল ৬টা ৫২ মিনিটের দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে দুমড়ে-মুচড়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহন নামে একটি যাএীবাহী বাস ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মাহেন্দ্র গাড়িতে থাকা চার যাত্রী নিহত হন। আহত অবস্থায় পড়ে থাকা ২ জনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। নিহত ৩ জনের বাড়ী হচ্ছে পাশের শিবচর থানায়।
ভোরের আকাশ/জাআ