এস, এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫ ০৪:৫০ পিএম
ছবি-ভোরের আকাশ
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮ দলীয় ফুটবল টূর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট ) বিকালে দেপাড়া (বাগেরহাট)ফুটবল একাদশ কে ০৪-০ ৫গোলে পরাজিত করে বাবুরহাট ফ্রেন্টস ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়।
উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ৩০ মিনিটে কোন গোলে হয়নি। এর পরের ৩০ মিনিটে কোন গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে চলে যায়।
পরে ৫টি করে বল সুট করে বাবুরহাট ফ্রেন্ডস ক্লাব ৫-৪ গোলে ব্যাবধানে দেপাড়া (বাগেরহাট)ফুটবল একাদশকে পরাজিত করে এগিয়ে যায় বাবুরহাট ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ। এরপর দুই দলের পাল্টা আক্রমণে গোল দারায় ৫-৪।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন
প্রধান অতিথি নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্জ মিজানুর রহমান দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম লিটন, মোঃ রফিকুল ইসলাম ফরাজী, মোঃ ইয়াহিয়া খান, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস,এম সিপার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম মিটুল, সাধারণ সম্পাদক মোঃ লিটন খান, নাজিরপুর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান রুবেল, সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম জহির প্রমুখ।
প্রাইজ মানি দলের অধিনায়কের হাতে তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান। অপরদিকে রানার্স আপ দল অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা
বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ রেজাউল করিম লিটন।
ভোরের আকাশ/জাআ