সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৯:১৭ পিএম
সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
সিরাজগঞ্জের তাড়াশে বজ্রপাতে প্রশান্ত (১৪) নামের অষ্টম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার বিকেলে তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের সান্তান গ্রামে এ ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য শ্রী বুলন চন্দ্র বসাক।
নিহত প্রশান্ত তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের সান্তান গ্রামের শ্রী হিরন বসাকের ছেলে ও সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, বিকেল ৩ টার দিকে প্রশান্ত বাড়ির পাশের জমিতে ধানের আটি বোঝা বেঁধে আনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তখন হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয় এবং সঙ্গে সঙ্গে প্রশান্ত মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে বাবা মা প্রশান্তকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ভোরের আকাশ/জাআ