সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪৯ এএম
ছবি: ভোরের আকাশ
সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো: আল বেরুনী আন (২৮) নামে এক মাদককারবারি আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে আশুলিয়া নিরিবিলি এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মোঃ আল বেরুনী আন রাজশাহী জেলার চারঘাট থানার জাফরপুর (মধ্যপাড়া) গ্রামের মৃত আসলাম আলীর ছেলে। তিনি নিরিবিলি এলাকার ডাঃ শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের পরিপ্রেক্ষিতে টিমটি সেখানে অভিযান পরিচালনা করে মো:আল বেরুনী আনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ জালাল উদ্দিন জানান, আটক আসামীদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/মো.আ.