ফেনীতে মাসুম হত্যা
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ০৯:৪৯ এএম
সংগৃহীত ছবি
ফেনীতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে কলেজছাত্র মাহবুবুল হাসান মাসুমকে গুলি করে হত্যার ঘটনায় একটি অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ২২১ জনকে অভিযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ফেনী সদর আমলী আদালতে এই অভিযোগপত্রটি জমা দেয় পুলিশ। পরে এক সংবাদ সম্মেলনে জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘ তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে এই অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে।
পুলিশ সুপার জানান, অভিযোগপত্রে এজাহারভুক্ত ১৫৬ জন এবং তদন্তে উঠে আসা নতুন ৬৫ জনসহ মোট ২২১ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১১ জন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, "হত্যাকাণ্ডের পেছনে সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ স্থানীয় বেশ কিছু নেতার প্রত্যক্ষ নির্দেশনার প্রমাণ পাওয়া গেছে।"
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ অংশ নিতে গিয়ে ফেনীর মহিপালে গুলিবিদ্ধ হন কলেজছাত্র মাসুম। তিনি ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে ৭ আগস্ট তার মৃত্যু হয়। এই ঘটনার পর ৪ সেপ্টেম্বর মাসুমের ভাই মাহমুদুল হাসান বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৬২ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছিল।
অভিযোগপত্রে নাম থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে আরও রয়েছেন ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও জানান, ঘটনার সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছিল। তিনি আশ্বস্ত করে বলেন, "নিরপরাধ ব্যক্তিদের মামলা থেকে বাদ দেওয়া হয়েছে এবং কাউকে রাজনৈতিক বিবেচনায় অভিযুক্ত করা হয়নি।"
ভোরের আকাশ/এসএইচ