সংগৃহীত ছবি
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলাকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ঘটনার পর এনসিপির নেতারা গোপালগঞ্জ সার্কিট হাউজে অবস্থান নিয়েছেন বলে জানা গেছে।
এর আগে জেলা প্রশাসক মো.কামরুজ্জামান গোপালগঞ্জ জেলায় ১৪৪ ধারা জারি করেছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে আজ দুপুর ১টা ৩৫ মনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশের মঞ্চেও এ হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ। সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। এরপর হামলা-ভাঙচুরের মধ্যেই গোপালগঞ্জের সমাবেশমঞ্চে উপস্থিত হন এনিসিপির কেন্দ্রীয় নেতারা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। এ সময় হরিণের মাংসসহ দুইজন আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা তাদের আটক করেন। আটকরা হলেন- আব্দুস ছালাম (৪০) ও মো. জাকারিয়া (২৫)।বন বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির সদস্যরা টহল দিচ্ছিল। এক পর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে মঠবাড়িয়ার বাবুরহাট বাজার এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি শুরু করে টহলদল। এ সময় ঢাকাগামী একটি বাসের সাইট বক্সের ভেতর তল্লাশি করে বস্তাবন্দী ককশিটে ১০ কেজি হারিণের মাংস উদ্ধার করা হয়। হাতে নাতে আটক করা হয় দুই পাচারকারীকে।পূর্ব সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, হরিণের মাংসসহ আটক ব্যক্তিরা সুন্দরবন থেকে হরিণ শিকার করে মাংস নিয়ে ঢাকা যাচ্ছিল। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হবে।ভোরের আকাশ/জাআ
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বুধবার (১৭ জুলাই) ভোররাতে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া বাস টার্মিনালের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে এ অভিযান পরিচালিত হয়।থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ভোর ৩টা ১৫ মিনিটে অভিযান চালিয়ে ৫৪০ বোতল ফেনসিডিলসহ একটি সিলভার কালারের প্রাইভেটকার জব্দ করেন।এ বিষয়ে গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তবে অভিযানে এখনো পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, আসামি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/এসএইচ
জেলার ডাসারে ডিমভর্তি একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে নুর নবী (৪৫) নামে এক ডিম ব্যবসায়ী নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে গোপালগঞ্জ-মাদারীপুর সড়কের ডাসার উপজেলার আশ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি দ্রুত গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন নুর নবী।খবর পেয়ে ডাসার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নুর নবীকে মৃত ঘোষণা করেন।ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় পিকআপের চালক হিজবুল্লাহ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখান থেকে পালিয়ে যায়। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।ভোরের আকাশ/এসএইচ
বগুড়ায় বিয়েকে কেন্দ্র করে বৃদ্ধাসহ একই পরিবারের দুই সদস্যকে গলা কেটে খুনের ঘটনায় অভিযুক্ত সৈকত হাসান নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার। তিনি জানান, গ্রেফতারের পর হত্যায় নিজের জড়িত থাকার কথা স্বীকার করে প্রাথমিক জবানবন্দি দিয়েছেন সৈকত। প্রেম ও বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে একাই তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।এর আগে বুধবার (১৬ জুলাই) রাত সোয়া আটটার দিকে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় ওই দুই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ ওঠে। এ সময় ছুরিকাঘাতে আহত হয় একজন। নিহতরা হলেন- ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন ( ২১)।ভোরের আকাশ/এসএইচ