মাগুরা মহম্মদপুরে গভীর রাতে বাড়িতে আগুন
মাগুরার মহম্মদপুরে গভীর রাতে কাঠ ব্যবসায়ীর বাড়িতে ইসলাম মোল্যার বাড়িতে আগুনে পুড়ে সর্বশান্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতি হয়েছে দশ লাখের উপরে। ইসলাম মোল্যা উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেশপুর উত্তরপাড়ার মৃত কালু মোল্যার ছেলে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার গভীর রাতে পরিবারের সবাই যখন ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চারদিকে আগুন দেখতে পেয়ে সবাইকে নিয়ে দ্রুত ঘরের বাইরে আসে। ইসলাম মোল্যা ও তার পরিবারের সদস্যদের চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেও কাজ হয়নি। এর মধ্যে কাঠ ব্যবসায়ী ইসলাম মোল্যার সব কিছু, বসবাসের ঘর, রান্না ঘর সহ ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। তবে কেউ আগুনের সুত্রপাত সম্পর্কে বিস্তারিত জানাতে পারে নাই। অনেকের ধারনা বৈদ্যুতিক শর্ট-সার্কিট অথবা কেউ শত্রুতা করে আগুন লাগিয়ে দিতে পারে।
সরেজমিন, আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে ইসলাম মোল্যা ও তার পরিবার বর্তমানে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোন আবেদন এখনো পায়নি। যদি আবেদন করে, তাহলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুতই সহযোগিতা করা হবে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
তারুণ্যের ছোঁয়ায় বদলে যাক বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বৃক্ষরোপণ অভিযান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ জুলাই) বিকালে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এলাকায় দুই দিন ব্যাপি এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।ইউথ ফর বাংলাদেশ গাইবান্ধা সদর উপজেলা শাখার আয়োজনে উত্তর ধানঘড়া-বল্লমঝাড় রোড়ে এক কিলোমিটার এলাকায় কৃষ্ণচূড়া গাছ রোপণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন রাকিব মিয়া, মনির হোসেন, রিদয় মিয়া, রোকন হাসান, মিথুন মিয়া, ছকু মিয়া, শান্তসহ প্রমুখ।ভোরের আকাশ/জাআ
সাপ ধরতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল এক সাপুড়ের। সাপুড়ের প্রাণনাশী সেই সাপটিকে আবার কাচা চিবিয়ে খেয়ে নিলো আরেক সাপুড়ে। এরকম চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভের খাষ ইউনিয়নে। বুধবার (৩০ জুলাই) সকালে বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তার পাড়ার সাপুড়ে বয়েজ উদ্দিন পাশের ইউনিয়ন কালিগঞ্জের কাপালিপাড়ার ইমরান আলীর বাড়িতে সাপ ধরতে যান। ইমরান আলীর বাড়ির পাকের ঘরে একটি ইদুরের গর্তে বাসা বাধে একটি কিং কোবরা সাপ। সাথে ছিলো ১৫-১৬টি সাপের বাচ্চাও। খাল খুড়ে সাপের বাচ্চাগুলো ধরার পর বড় সাপটি ধরে ফেলেন সাপুড়ে বয়েজ উদ্দিন। সাপটি বস্তায় ঢোকানের আগেই হাতে ছোবল দেয় সেটি। প্রথম দিকে সাপের বিষে কিছু না হলেও বাড়িতে এসে বিষক্রিয়ায় নিস্তেজ হতে থাকেন তিনি। দ্রুত ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ বাড়িতে আনার পর একে একে আসতে থাকে কয়েকজন ওঝা ও সাপুড়ে। তারাও এসে বলেন, রুগি মারা গেছেন। মোজাহার নামক একজন ওঝা বড় সাপসহ বাচ্চাগুলো নিয়ে নেন। পরে গাবতলা বাজারে এসে বড় সাপটি কাচায় চিবিয়ে খান তিনি।এসময় গাবতলা বাজারে তার সাপ খাওয়ার দৃশ্য দেখতে প্রচুর লোক ভির জমান। মোজাহারের বাড়ি ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বলদিয়া বাজার এলাকায়। এলাকায় মোজাহার সাপ খাওয়া মোজাহার নামে পরিচিত। তিনিও সাপ ধরেন ও সাপে কাটা রোগীর চিকিৎসা দিয়ে থাকেন।মোজাহার জানান, বয়েজ উদ্দিনকে হাসপাতালে নেয়ার আগে তিনি খবর পান এবং সাপের পরিচয় পাওয়ার পর বলেছেন তিনি বাঁচবেন না। হাসপাতাল থেকে তাকে ফেরত আনার পর মোজাহারকে ফোনে ডেকে আনেন বয়েজ উদ্দিনের স্বজন। এখানে এসে তিনি মারা গেছেন বলে জানিয়ে দিয়েছেন তিনি। পরে বয়েজ উদ্দিনের ধরা সাপের বচ্চাসহ বড় সাপটি তারা আমাকে দেন। এগুলো নিয়ে এসে এই বাজারে বড় সাপটি মেরে রক্ত মাংস খাই। আর ছোট বাচ্চাগুলো ছেড়ে দিবো। তিনি আরোও জানান, কাচা সাপ খাওয়া তার পুরোনো অভ্যাস।এদিকে চিকিৎসক মৃত্যু ঘোষণা করার পরও বয়েজ উদ্দিন বেচে আছে সন্দেহে সন্ধ্যা পর্যন্ত ঝাঁড়ফুক চলছে বলে জানা যায়।এ বিষয়ে ভূরুঙ্গামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস.এম.আবু সায়েম জানান, সাপে কাটলে ঝাড়ফুকে কোন কাজ হওয়ার কথা না। সাপে কাটার সাথে সাথে হাসপাতালে আনতে হবে। আমাদের কাছে এন্টি ভেনম মজুদ আছে। লোকজনকে আরোও সচেতন হতে হবে। বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের উপদ্রপ বেশী। সাপে কাটলে সাথে সাথে হাসপাতালে আনতে হবে।ভোরের আকাশ/জাআ
যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থানের ৫ ও ৬ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে গাজীপুর সদরের রাজেন্দ্রপুরে জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী ৫ আগস্ট উপজেলা পর্যায়ে আনন্দ র্যালী, ৬ আগষ্ট জেলা পর্যায়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ র্যালী অনুষ্ঠিত হবে।তাছাড়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নানা অপকর্মের বিষয়ে নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়।প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডা.এস এফ রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী সহ বিভিন্ন উপজেলার আহবায়ক কমিটির সদস্য সহ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।ভোরের আকাশ/জাআ
ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন’র উপজেলা শাখার উদ্যোগে অবসরপ্রাপ্ত ২০ জন মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।বুধবার (৩০ জুলাই) দুপুরে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় জমিয়াতুল মোদার্রেছীনের নিজস্ব ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা তুলে দেওয়া হয়।জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার নিজস্ব তহবিল থেকে এই সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে জমিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান এর সঞ্চালনায় ও সভাপতি অধ্যক্ষ হুমায়ূন সরমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের জামায়াত ইসলামির এমপি প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ নুরুজ্জামান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যক্ষ শাজাহান, অধ্যক্ষ ওমর ফারুক এবং জমিয়াতের সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিনসহ আরও অনেকে।অনুষ্ঠানে জানানো হয়, চরফ্যাশন উপজেলায় ইতোমধ্যে অবসর, মৃত্যু, দুর্ঘটনা ও বিভিন্ন জরুরি পরিস্থিতিতে প্রায় ৩০ জন মাদ্রাসা শিক্ষক-কর্মচারীকে মোট ৯ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে জমিয়াতুল মোদার্রেছীন।এছাড়া সংগঠনটি সরকারি দিবস উদযাপন, রমজানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন, বাৎসরিক সভা ও শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবিদাওয়া আদায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “আমি বিগত ৫ বছর ধরে জমিয়াতের সাথে কাজ করছি। মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যপুস্তক থেকে আপত্তিকর ছবি-গল্প প্রত্যাহার এবং শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। সকলের সহযোগিতায় আজ আমরা একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছি, যার সুফল এখন শিক্ষকদের কল্যাণে ব্যবহার করা সম্ভব হচ্ছে।”তিনি আরও বলেন, “ভবিষ্যতেও এ ধরনের আর্থিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”ভোরের আকাশ/জাআ