সংগৃহীত ছবি
রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর ২৮ নম্বর বাড়িটির ছয়তলার এক কোণ থেকে আগুন জ্বলছে। বাড়িটির সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।
এর আগে, সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
রাজধানীর বনশ্রীর সি ব্লকের ২ নম্বর রোডের একটি ছয়তলা ভবনের ছয়তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ছাদের এক পাশে প্রথমে আগুন দেখা যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বনশ্রীর ২৮ নম্বর বাড়িটির ছয়তলার এক কোণ থেকে আগুন জ্বলছে। বাড়িটির সামনে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।এর আগে, সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নেভাতে পুলিশ ও স্থানীয়রাও সহযোগিতা করছেন।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভোরের আকাশ/জাআ
এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই শিল্পপতি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাঈদ হোসেন চৌধুরীর ব্যক্তিগত সচিব এমডি সোহেল।সাঈদ হোসেন চৌধুরী কর্ণফুলী গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ভাষাসৈনিক ও সমাজসেবক হেদায়েত হোসেন চৌধুরীর ছেলে। দেশের চা শিল্পের উন্নয়নে সাঈদ হোসেন চৌধুরীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার নেতৃত্বাধীন এইচআরসি গ্রুপ বাংলাদেশের অন্যতম প্রধান চা রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।সাঈদ হোসেন চৌধুরী আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের সম্মানজনক প্রতিনিধিত্ব করেছেন। তিনি স্পেনে বাংলাদেশের সাবেক অনারারি কনসাল হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং কূটনৈতিক মহলে তার অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। বহু বছর ধরে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ফোরামের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা বিশ্ব দরবারে তুলে ধরতে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।ভোরের আকাশ/এসএইচ
বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান এম কে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।সোমবার (১৪ জুলাই) তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদিন খান।তিনি বলেন, মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম. কে খায়রুল বাশারকে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম গ্রেফতার করেছে।উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান মো. খায়রুল বাশার বাহার এবং তার সহযোগীদের বিরুদ্ধে এক হাজারের বেশি শিক্ষার্থীর ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের শাস্তির দাবি জানান।ভোরের আকাশ/এসএইচ
জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান ঘিরে আজ সোমবার বিকেল ৫টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না। তবে আগামীকাল মঙ্গলবার থেকে আগের মতোই চলাচল করবে মেট্রোরেল।রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে ওই স্টেশন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ডিএমটিসিএলকে চিঠি দেওয়া হয়েছে। এ কারণে সোমবার ওই স্টেশন বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত শুধু আগামীকালের জন্যই নেওয়া হয়েছে। মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে।এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকায় মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।ভোরের আকাশ/এসএইচ