মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার ১১ মিনিট পর অর্থাৎ রাত ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার ১১ মিনিট পর অর্থাৎ রাত ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। ভোরের আকাশ/হ.র
রাজধানীর মতিঝিল এলাকার সেনা কল্যাণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।বিস্তারিত আসছে.. ভোরের আকাশ/হ.র
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শামছুল আলম বলেন, জুলাই বিপ্লবে শহীদরা এদেশের মানুষকে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে। জুলাই বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাকস্বাধীনতা, বৈষম্যরোধ ও দূর্নীতির বিরুদ্ধে যে লক্ষ্য নিয়ে এ বিপ্লব সংগঠিত হয়েছে তার মূল স্পিরিট আমাদের ধারণ করতে হবে।বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে 'জুলাই শহীদ দিবস' উদযাপন উপলক্ষ্যে আলোচনা, দোয়া ও জুলাই আহতকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ কেবল আনুষ্ঠানিকতা নয়। বরং সকল ভেদাভেদ দূরে ঠেলে দিয়ে ঐক্যমতের ভিত্তিতে সকল ফ্যাসিজমের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে এবং এদেশের মুসলমানদের আশা আকাক্সক্ষার বাস্তবায়নে নিজ নিজ কর্মক্ষেত্রে সততার সাথে সকলকে কাজ করারও আহবান জানান তিনি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এবং সঞ্চালনা করেন রেজিস্ট্রার মোঃ আইউব হোসেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী ও কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. মুহাম্মদ শাযাআত উল্লাহ ফারুকী, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মোঃ রফিক আল মামুন, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, উপ-পরিচালক মো: জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক. কর্মকর্ত ও কর্মচারিবৃন্দ।অনুষ্ঠানে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ঢাকা আলিয়া মাদরাসার ফাজিল ২য় বর্ষের শিক্ষাথী হাবিব উল্লাহ হামিমকে তার চিকিৎসা খরচ বাবদ ২ লক্ষ টাকার অনুদান চেক প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: শামছুল আলম। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে উৎসর্গ করে “শহীদ আবু সাইদ গ্রান্থাগার” নামে বিশ্ববিদ্যালয়ের গ্রান্থাগারের নামকরণ করা হয়।পরে জুলাই অভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ভোরের আকাশ/জাআ
রাজধানীর শ্যামলীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে সম্প্রতি; ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও। ভাইরাল সেই ঘটনায় জড়িত তিনজনকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।বৃহস্পতিবার (১৭ জুলাই) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।তিনি বলেন, শামলীতে এক যুবককে চাপাতি দিয়ে ছিনতাইয়ের ভাইরাল ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ডিবি মোট তিনজকে গ্রেফতার করলো। গ্রেফতাররা হলেন- আল আমিন ও আসলাম। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা তিনজন। এর আগে কবির নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধারালো অস্ত্র হাতে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে এক যুবকের কাছ থেকে তার মানিব্যাগ ও কাঁধের ব্যাগ ছাড়াও মোবাইল ফোন এমনকি তার গায়ে থাকা পোশাক ও জুতাও খুলে নিয়ে যেতে দেখা যায়। অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাইয়ের এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। গত ১১ জুলাই ভোর ৬টার দিকে শ্যামলীর ২ নম্বর রোডের কাজি অফিসের সামনে এ ঘটনা ঘটে।ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওইদিন ভোরের দিকে কাজি অফিসের সামনের রাস্তা দিয়ে ছাতা হাতে হেঁটে যাচ্ছিলেন এক যুবক। ওই সময় হঠাৎ পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তার পথরোধ করেন তিনজন। ভিডিওতে তাদের হাতে ধারালো অস্ত্র দেখা যায়। সেটি দিয়েই ভুক্তভোগীকে জিম্মি করে ভয় দেখান তারা।ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, দুইজন ছিনতাইকারী হেলমেট পরিহিত অবস্থায় থাকলেও একজন খালি গায়ে ছিলেন। তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ভুক্তভোগী যুবকের কাছ থেকে শুধু টাকা-পয়সা ও মোবাইল ফোনই নয়; তার পরনে থাকা জামা ও পায়ের জুতাও খুলে নেয়। পরবর্তীতে আবারও মোটরসাইকেলে করে দ্রুতই তারা পালিয়ে যান।ভোরের আকাশ/এসএইচ