মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫ ০২:০৪ এএম
গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে টঙ্গী কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল
জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) জোহরের নামাজের পর টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এম এইচ আরিফ, ছাত্রদল নেতা ফজলে রাব্বি, মো: আরিফ, কারিমুল্লাহ,বিজয়, ইকবাল হোসেন অবি, রাইয়ান,জুয়েল, সাদিম,ইমন, কায়েস, সাব্বির, জুবায়ের, অমিত,সিফাফ, নাফিও,মামুন, সানি,ইফতি ও ইউনুস প্রমুখ।
দোয়া মাহফিলে গণঅভ্যুত্থানের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভোরের আকাশ//হ.র