নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৯:৩৮ পিএম
নাজিরপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
পিরোজপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে নাজিরপুর উপজেলা ছাত্রদল।
বুধবার (৪ জুন) বিকালে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে নাজিরপুর পিরোজপুর মহাসড়কে এসে শেষ হয়।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি।
এছাড়া নাজিরপুর শহীদ জিয়া ডিগ্রী কলেজ ও মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদল এবং উপজেলার নয়টি ইউনিয়নের ছাত্রদলের
বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ জুন মঙ্গলবার ছাএদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পিরোজপুর জেলা ছাত্রদলের নতুন কমিটির আংশিক অনুমোদন দেয়া হয়।
কমিটিতে সালাউদ্দিন তালুকদার কুমারকে সভাপতি ও মাহমুদুল হাসান শাহিনকে সাধারণ সম্পাদক করে দীর্ঘ আট বছর পরে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করেন।
ভোরের আকাশ/জাআ