মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫ ১০:৩২ এএম
ছবি : ভোরের আকাশ
মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে অবস্থিত সদাইপাতি (এফ রহমান ট্রেডিং)-এর স্বত্বাধিকারী রুবেল আহমদকে (৩৮) দোকানে ঢুকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় ৭টার দিকে দুর্বৃত্তরা দোকানে ঢুকে রুবেল আহমদের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।
তার চিৎকারে আশপাশের সিএনজি চালকরা ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।
পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সিলেটে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
নিহত রুবেল আহমদের বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।
এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয়দের দাবি—এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। প্রশাসনের প্রতি সঠিক বিচার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন তারা।
ভোরের আকাশ/মো.আ.