ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১০:১৩ পিএম
ছবি: ভোরের আকাশ
শ্রীপুরে দীর্ঘ ১৭ বছর পর মডেল মসজিদ হলরুমে প্রায় পাঁচ শতাধিক মহিলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের কর্মী সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি ও ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর, গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, মুহতারেমা আমেনা খাতুন, গাজীপুর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মুহতারেমা আমেনা খাতুন সহ শ্রীপুর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে নারীরা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এ নির্বাচনে নারী ভোটারদের সমর্থন যে কোন প্রার্থীকে বিজয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। এ নির্বাচনে নির্ধারিত হবে দেশ এগিয়ে যাবে নাকি আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে।
ভোরের আকাশ/জাআ